ঢালিউড অভিনেতা আরিফিন শুভর নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। কিছুদিন আগে সহশিল্পী ঐশীর সঙ্গে একটি ছবি শেয়ার করার পরই নতুন সিনেমায় তার অংশগ্রহণ নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়। এরপর অ্যাকশন লুকে শুভর কয়েকটি ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা।
সূত্র জানায়, বেশ গোপনীয়তার সঙ্গে রাজশাহীতে নতুন একটি সিনেমার শুটিং করছেন এই নায়ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোর বেশিরভাগই নাকি সেই সিনেমার শুটিং থেকেই ফাঁস হয়েছে। ছবিতে শুভকে দেখা যায় লম্বা চুলে, রক্তমাখা লুকে, হাতে রক্তাত্মক কুড়াল— যা এ সিনেমায় তার চরিত্রকে ঘিরে নতুন আগ্রহ তৈরি করেছে। তবে নির্মাতা বা সংশ্লিষ্ট কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
প্রথমদিকে গুঞ্জন ছিল— শুভর সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন তানজিন তিশা। তবে তিশা নয়, সূত্র জানিয়েছে- ছবিটিতে শুভর নায়িকা হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার গল্প লিখেছেন সিদ্দিক আহমেদ। নাম চূড়ান্ত না হলেও এটি একাধিক নাম বিবেচনায় রেখে তৈরি হচ্ছে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।
এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। তারা এর আগে অভিনয় করেছেন ‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’–তে।
সর্বশেষ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’-তে দেখা গেছে শুভকে। অন্যদিকে, দীর্ঘ বিরতির পর ‘অন্তর্জাল’ ও কলকাতার ‘মানুষ’–এর পর আর কোনো নতুন ছবিতে দেখা যায়নি মিমকে।
এসএসকে/

