রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে ইরানি নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে আবারও কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। অভিযোগ—তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িত ছিলেন।
পানাহির আইনজীবী মোস্তফা নিলি ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে জানান, এক বছরের কারাদণ্ডের পাশাপাশি তার ওপর আরোপ করা হয়েছে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা। একই সঙ্গে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। তবে তারা এই রায়ের বিরুদ্ধে খুব দ্রুতই আপিল করবেন বলে জানানো হয়েছে।
ইরানি সরকারের সঙ্গে পানাহির টানাপোড়েন অনেক দিনের। ২০১০ সালে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানানো এবং সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের দায়ে তাকে দেশত্যাগ ও চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মামলাতেই তিনি ছয় বছরের সাজা পেয়েছিলেন, যদিও মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
সব নিষেধাজ্ঞা অমান্য করেই তিনি নির্মাণ করেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র— দিজ ইজ নট আ ফিল্ম, ট্যাক্সি—সহ আরও বেশ কয়েকটি সিনেমা। ২০২২ সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয়, তবে সাত মাস পর মুক্তি পান।
তবে সাম্প্রতিক এক বছরের নতুন কারাদণ্ড নিয়ে জাফর পানাহির কোনো বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।
এসএসকে/

