Logo

বিনোদন

কুকুরছানা হত্যা : খুনির কঠোর শাস্তি চাইলেন তারকারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৭

কুকুরছানা হত্যা : খুনির কঠোর শাস্তি চাইলেন তারকারা

পাবনার ঈশ্বরদীতে আটটি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা শিল্পীরাও তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। প্রাণীর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার অভিনেত্রী জয়া আহসান এই ঘটনাকে ‘অত্যন্ত বর্বরতা’ বলে নিন্দা করেছেন। অভিনেতা নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, সাবিলা নূরসহ অনেকেই অপরাধীর কঠোর শাস্তি দাবি করেছেন।

জানা গেছে, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন— ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন গণমাধ্যমকে বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।’

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ব্যবস্থা নেয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ‘এটি চরম নিষ্ঠুরতা। ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে সরকারি কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, আহত ও মানসিকভাবে বিপর্যস্ত মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অফিসকে দেওয়া হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ড নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। প্রাণী নির্যাতনের ঘটনায় বহু মানুষ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

জয়া আহসান তার পোস্টে লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা করা হয়েছে অমানবিকভাবে! অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই।’

সাবিলা নূর তার এক পোস্টে বলেন, ‘এই নিষ্ঠুরতা হৃদয় ভেঙে দেয়। অপরাধীদের বিচার হওয়াই উচিত।’

নিলয় আলমগীর ফেসবুকে লিখেছেন, ‘মৃত্যুর আগে বাচ্চাগুলো পানিতে কী যন্ত্রণায় ছটফট করেছে— একবার ভাবলেই গা শিউরে ওঠে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নিলয় আলমগীরের পোস্টে তৌসিফ মাহবুব মন্তব্য করেন, ‘সকালে খবরটা দেখার পর এখনো নিজেকে সামলে উঠতে পারছি না।’

এই নির্মম পশু নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থার পাশাপাশি মানসিকতা পরিবর্তনের প্রশ্নও নতুন করে সামনে এসেছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জয়া আহসান তৌসিফ মাহবুব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর