Logo

বিনোদন

ছবি করতে গিয়ে ‘অর্ধনগ্ন’ হতে হয়েছিল! মুখ খুললেন বলিউড অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১

ছবি করতে গিয়ে ‘অর্ধনগ্ন’ হতে হয়েছিল! মুখ খুললেন বলিউড অভিনেত্রী

নিজের স্পষ্টভাষী আচরণের জন্য কাজের সুযোগ কমে গেছে— এ কথা কিছুদিন আগে নিজেই জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তারপরও বিতর্কিত মন্তব্য করা থামাচ্ছেন না এই অভিনেত্রী। এবার তিনি জানালেন, ‘বীরে দি ওয়েডিং’ ছবির শুটিংয়ে তাকে এমন পোশাক পরতে হয়েছিল, যা পরতে গিয়ে নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল!

চরিত্র–নির্ভর অভিনয়ের জন্য পরিচিত স্বরা সাধারণত পাশের বাড়ির মেয়ে, শ্রমজীবী নারী কিংবা প্রান্তিক মানুষের চরিত্রে স্বচ্ছন্দ। সেই তুলনায় ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে তাকে দেখা যায় বেশ গ্ল্যামারাস রূপে— যেখানে ছিল স্পষ্ট যৌনদৃশ্য, হালকা পোশাক আর সাহসী লুকের প্রয়োজন।

বিশেষ করে ছবির জনপ্রিয় গান ‘তারিফা’তে স্বরাকে যে পোশাক পরানো হয়েছিল, তা নিয়ে নাকি প্রচণ্ড অস্বস্তি বোধ করেছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘এই ছবিতে আমাকে সবসময় গ্ল্যামারাস দেখানোর চেষ্টা ছিল। মাথায় ছিল ওজন কমানোর চাপ। কিন্তু যে স্নানপোশাকটা পরানো হয়েছিল, সেটা এতটাই ছোট ছিল যে নিজেকে প্রায় অর্ধনগ্ন লাগছিল। ভ্যানিটি ভ্যান থেকে সেট পর্যন্ত যেতে গায়ে তোয়ালে জড়াতে হতো!’

উক্ত গানে করিনা কাপুর ও সোনম কাপুরও ছিলেন প্রায় একই ধরনের পোশাকে, তবে তারা পোশাক নিয়ে কোনও অভিযোগ করেননি। স্বরা বলছেন, তিনি অভিনয়ে স্বাচ্ছন্দ্য চান, কিন্তু ‘বীরে দি ওয়েডিং’-এর কিছু দৃশ্যে তার অস্বস্তি চরমে পৌঁছেছিল। চরিত্র অনুযায়ী সাহসী অভিনয় হতেই পারে, কিন্তু স্বরার মতে, অস্বস্তিকর সীমায় পৌঁছে গেলে শিল্পীর আওয়াজ তোলা জরুরি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর