Logo

বিনোদন

সিনেমায় জুটি হচ্ছেন তৌসিফ-নাজিফা তুষি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪০

সিনেমায় জুটি হচ্ছেন তৌসিফ-নাজিফা তুষি?

টিভি নাটকে এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন তৌসিফ মাহবুব। জনপ্রিয় অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ার পর থেকেই এই অভিনেতার চাহিদা আরও বেড়েছে। একের পর এক নাটক–ওয়েব কনটেন্টে ধারাবাহিকভাবে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এরই মাঝে বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় হঠাৎই লাক্স তারকা ও হাওয়া সিনেমাখ্যাত অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে চমকে দেন তিনি। ছবির ক্যাপশন— ‘এ হাওয়া আমায় নেবে কতদূর…’ দেখে অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে যায়।

কারণ তৌসিফ ও তুষিকে আগে কখনোই একসঙ্গে দেখা যায়নি; কোনো নাটক বা বিজ্ঞাপনেও তারা জুটি হননি। তাই ছবিগুলো প্রকাশ হতেই জল্পনা শুরু— তবে কি নতুন কোনো কাজ? নাকি সিনেমার নতুন জুটি?

অনেকেই মন্তব্য করেছেন, দুজনকে সিনেমায় খুব মানাবে। কেউ বলছেন, ওয়েব সিরিজ জুটিও হতে পারে দারুণ। সারাদিন ধরে নেটিজেনদের জল্পনা–কল্পনা বাড়তে থাকলেও, তৌসিফ–তুষি কেউই রহস্য ভাঙেননি।

তবে তৌসিফ জানালেন, তুষির সঙ্গে তার পরিচয় অনেক দিনের, ‘ও লাক্সে জয়ী হওয়ার পরই আমাদের একসঙ্গে একটা কাজ হওয়ার কথা ছিল। কোনো কারণে সেটি আর হয়নি। তারপর আর দেখা হয়নি। আজ জিমে হঠাৎ দেখা হয়ে গেল।’

তিনি জানান, তুষি তাকে সিনেমা করতে উৎসাহ দিয়েছেন। তৌসিফ বলেন, ‘‘তুষি বলছিলো, ‘তোমার তো এখন ভালো সময় যাচ্ছে, সিনেমায় নামা উচিত।’ এরপর আমিও মজা করে বললাম—‘তোমার কাছে যদি ভালো গল্প থাকে, আমাকে জানিও।’’

সিনেমা প্রসঙ্গে তৌসিফ বেশ ইতিবাচক— বললেন, ‘আমি সিনেমার জন্য প্রস্তুত। ভালো গল্প আর ভালো পরিচালক হলে যেকোনো সময় শুরু করতে পারি। ছবিগুলো পোস্ট করার পর অনেকে আগ্রহ দেখিয়েছেন। এটাকে আমি ইতিবাচকভাবে নিচ্ছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে তৌসিফের ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। শাম্মি ইসলাম নীলার সঙ্গে জুটি বেঁধে যেখানে দর্শকের মন জয় করেছেন তিনি। অন্যদিকে, ‘হাওয়া’র পর বেশ কিছু সিনেমার কাজ শেষ করলেও নাজিফা তুষিকে বড় পর্দায় দেখা যায়নি দীর্ঘদিন। সম্প্রতি তিনি শেষ করেছেন রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’–এর শুটিং।

সব মিলিয়ে, হঠাৎ এই ছবি পোস্টে তৌসিফ–তুষি জুটিকে নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে— তারা কি এবার সত্যি পর্দায় আসছেন একসঙ্গে?

সময়ই সে উত্তর দেবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন তৌসিফ মাহবুব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর