Logo

বিনোদন

বয়সে ছোট প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মাইলি সাইরাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫

বয়সে ছোট প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মাইলি সাইরাস

দীর্ঘ চার বছরের সম্পর্ককে অবশেষে আনুষ্ঠানিকতায় রূপ দিলেন মার্কিন সুপারস্টার মাইলি সাইরাস। বয়সে চার বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্দোর সঙ্গে গোপনেই বাগদান সারলেন তিনি। এতদিন নীরব থাকলেও শেষমেশ যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন পিপল-কে দেওয়া সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সী এই গ্র্যামি’জয়ী শিল্পী।

সম্প্রতি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির প্রচারণায় ব্যস্ত ছিলেন মাইলি। এই সিনেমার জন্যই ব্যবহৃত হয়েছে তার নতুন গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’। প্রচারণা চলাকালীন ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করলে আলতো হাসি দিয়ে মাইলি বলেন, ‘আমাদের সম্পর্কের কোন অংশ শেয়ার করব আর কোনটা নিজেদের ভেতর রাখব— এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। আর আমরা সেটা ঠিকভাবেই করতে পেরেছি।’

সবসময় ব্যক্তিগত জীবন নিয়ে সংযমী মাইলি জানালেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরও সাবধানী হয়েছেন। তার ভাষায়, ‘অ্যাভাটারের গল্পে যে পরিবার, ভালোবাসা আর দৃঢ়তার কথা বলা হয়েছে, আমার জীবনের সঙ্গে এখন সেগুলো অনেক বেশি মিলে যায়।’

১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে হাতে হাত রেখে হাজির হন মাইলি ও ম্যাক্স। রেড কার্পেটে হাসিমুখে ছবি তোলার সময় মাইলির আঙুলে থাকা ঝকঝকে আংটিটি সবার নজরে আসে। যদিও এর আগেও গত ২৩ নভেম্বর নিজের জন্মদিনের ছবিতেও আংটিটি দেখা গিয়েছিল, কিন্তু তখন কেউই নিশ্চিত হতে পারেনি এটি বাগদানের আংটি কিনা।

পরে জুয়েলারি ডিজাইনার জ্যাকি আইশ জানান, আংটিটি তার বিশেষ অর্ডারের ডিজাইন- কুশনকাট পাথরে তৈরি এবং ১৪ ক্যারেট হলুদ সোনার ব্যান্ডে বসানো। বিশেষজ্ঞদের ধারণা, আংটির মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার।

মাইলি–ম্যাক্স প্রেমের খবর প্রথম শোনা যায় ২০২১ সালের ডিসেম্বরে। মায়ামিতে এনবিসির এক উৎসব অনুষ্ঠানের ব্যাকস্টেজে তাদের ঘনিষ্ঠ একটি ছবি ভাইরাল হলে গুজব শুরু হয়। পরে ২০২২ সালের এপ্রিলে ওয়েস্ট হলিউডে প্রকাশিত চুম্বনের ছবিতে তাদের সম্পর্ক আর লুকোনোর সুযোগ ছিল না।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর