Logo

বিনোদন

এলো শিমুল হাসান-ঝিনুকের নতুন গান ‘মনের মানুষ মরিলেও জিন্দাতে রয়’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

এলো শিমুল হাসান-ঝিনুকের নতুন গান ‘মনের মানুষ মরিলেও জিন্দাতে রয়’

নতুন বছরের শুরুতে শ্রোতাদের জন্য বিশেষ উপহার নিয়ে এলো ‘ভাওয়াল মিউজিক’।  ৪ ডিসেম্বর প্রকাশিত হয়েছে শিমুল হাসান ও ঝিনুকের গাওয়া বহুল প্রতীক্ষিত নতুন গান ‘মনের মানুষ মরিলেও জিন্দাতে রয়’। ঐতিহ্যবাহী লোকসুরে সাজানো এই গানটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে শ্রোতাদের মনোযোগ কেড়েছে।

‘মনের মানুষ মরিলেও জিন্দাতে রয়’— ভালবাসা, বন্ধন এবং আত্মিক সম্পর্কের গভীর অনুভূতি তুলে ধরা হয়েছে গানটিতে। দুই দেহের এক প্রাণের গল্প, বাঁধনহারা পিরিতি এবং স্মৃতিময় অস্তিত্বের রূপ গানজুড়ে ফুটে উঠেছে।

গানটির কথা লিখেছেন রাসেল মল্লিক। সুর তৈরি হয়েছে ট্র্যাডিশনাল ফোক ধারায়, সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। শিমুল-ঝিনুকসহ ভিডিওর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সরবেশ, শাহআলম, মুসা এবং আরও অনেকে।

ভিডিওটির চিত্রধারণ করেছেন এমকে মোশাররফ। সম্পাদনা ও কালার করেছেন আশরাফুল ইসলাম নেল। লাইটে ছিলেন এমডি সানোয়ার মিয়া, মেকআপে এমডি অপূর্ব। পোস্টার ও প্রচারণার নকশা করেছেন আশিক আরাভে। প্রযোজনা করেছেন এমডি জুয়েল হোসেন। গানটি প্রকাশ করেছে ভাওয়াল মিউজিক ইউটিউব চ্যানেল।

শ্রোতারা ইতোমধ্যেই গানটির ভিজ্যুয়াল, সুর এবং আবেগঘন লিরিক্সের প্রশংসা করছেন। ভাওয়াল মিউজিক জানিয়েছে, নতুন বছরে আরও চমক নিয়ে হাজির হবেন তারা।


এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর