Logo

বিনোদন

গান গেয়ে চমকে দিলেন ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭

গান গেয়ে চমকে দিলেন ফারিণ

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার সংগীতের মঞ্চেও দাপটের সঙ্গে উপস্থিতি জানান দিলেন। বেশ কিছুদিন ধরে তার নতুন গান নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল চরমে। অবশেষে প্রকাশ পেয়েছে তার দ্বিতীয় দ্বৈত ট্র্যাক ‘মন গলবে না’, যেখানে কণ্ঠ দিয়েছেন ফারিণ ও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

এই গানকে ঘিরে ফারিণের জন্য যোগ হলো আরও দুটি নতুন পরিচয়— গায়িকা ও প্রযোজক। গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ এর ব্যানারে। এর কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার কবির বকুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে ফারিণ ও ইমরানকে। গানটি ইমরান মাহমুদুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, যেখানে এটিকে ‘আবেগ আর সুরের অনন্য সংমিশ্রণ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ভিডিওতে ফারিণের রূপ ও উপস্থিতি দর্শকদের বিশেষভাবে চমকে দিয়েছে। কখনও লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে ইমরানের সঙ্গে মিষ্টি খুনসুটি, কখনও সাদা পোশাকে গুহার মতো সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স। আবার কালো রহস্যময় লুকে কিংবা সোনালি ঝলমলে পোশাকে আগুনের শিখার সামনে দাঁড়িয়ে গ্ল্যামার ছড়ানো—সব মিলিয়ে ভিডিওতে তিনি যেন বহুরূপী এক শিল্পী।

অভিনয়ে দীর্ঘদিনের সাফল্যের পর এবার গায়কীতে তার দক্ষতা দেখে ও শুনে দর্শক-শ্রোতারা মুগ্ধ। অনেকেই বলছেন, অভিনয়ের মতো গানেও তিনি সমান পারদর্শী, যা ভবিষ্যতে তাকে সংগীতে আরও উচ্চতায় পৌঁছে দেবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন তাসনিয়া ফারিণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর