বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান সম্প্রতি পরিচালকের আসনে বসে তাক লাগিয়ে দিয়েছেন। তার প্রথম নির্মাণ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নেটফ্লিক্সে মুক্তি পেয়ে বিশ্বব্যাপী দারুণ প্রশংসা কুড়িয়েছে। সফল অভিষেকের পর উচ্ছ্বসিত আরিয়ান জানিয়েছিলেন— ‘যে গল্প এতদিন শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এখন পৃথিবী আমাকে চিনতে পারছে বলে মনে হচ্ছে।’
২০২১ সালের বহুল আলোচিত মাদককাণ্ডে গ্রেফতারের পর অবশেষে যখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকের পথে ফিরছিল, ঠিক তখনই আবার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়— বেঙ্গালুরুর অশোকনগরের একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন আরিয়ান। তার সঙ্গে থাকা বন্ধুদের একজন কর্নাটকের এক মন্ত্রীর ছেলে বলেও জানা গেছে।
অভিযোগ— বন্ধুদের সঙ্গে আনন্দের ফাঁকে প্রকাশ্যে মধ্যমা তুলে অশ্লীল ইঙ্গিত করেন আরিয়ান। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, যার পর থেকেই ‘অশালীন আচরণ করেছেন আরিয়ান’ এমন অভিযোগে নেটিজেনদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই দাবি তুলেছেন— এ ঘটনায় যেন পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। যদিও কর্নাটক পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মাদককাণ্ডের পর দীর্ঘদিন থেকেছেন আড়ালে; শাহরুখ খানও জানিয়েছিলেন— ‘গত ৪-৫ বছরের সময়টা আমাদের পরিবারের জন্য খুব কঠিন ছিল। মহামারি এবং ব্যর্থতার চাপে একসময় অনেকেই মনে করেছিল আমার ক্যারিয়ার শেষ।’
কিন্তু নতুন সাফল্যের মধ্যেই ছায়া ফেলে দিল আরেকটি বিতর্ক। এবার দেখার বিষয়— এই ঘটনাটি আরিয়ানের ক্যারিয়ার ও ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলে, এবং নতুন সাফল্যের গতি ধরে রাখতে তিনি কীভাবে সামলে ওঠেন।
এসএসকে/

