ঢাকার বাইরে রাজশাহীতে কয়েক দিন ধরে গোপনে নতুন ছবির শুটিং করছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ‘মালিক’ শিরোনামের এই ছবিটি নিয়ে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও শুটিং চলছে পুরো দমে। এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত। আর সেই আলোচনার মাঝেই শুটিং সেট থেকে এল উদ্বেগের খবর— অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন আরিফিন শুভ।
ঘটনাটি ঘটে একটি নিয়ন্ত্রিত আগুনের দৃশ্য ধারণের সময়। পরিকল্পনা ছিল শুভর শরীরের নিচের অংশের আশপাশে আগুন জ্বলে থাকবে, যা ভিএফএক্স ও নিরাপত্তা টিমের নিয়ন্ত্রণে পরিচালিত হওয়ার কথা। শুরুতে সব ঠিক থাকলেও ক্যামেরা চলা শুরু হতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে থাকে আগুন। আচমকাই পায়ে শিখা ধরে যায় শুভর, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন আরও তীব্র হয়ে ওঠে।
ইউনিট সূত্রে জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। অতিরিক্ত তাপে ভারসাম্য হারিয়ে পড়েও যান তিনি। সঙ্গে সঙ্গে ইউনিট সদস্যরা ছুটে এসে আগুন নেভান। শিখা নেভালেও শুভর পায়ে দগ্ধচিহ্ন পড়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিলেও, হাল ছাড়েননি আরিফিন শুভ। পায়ে ব্যথা নিয়েই আবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। একটাই কথা— দৃশ্যটি শেষ না করে তিনি থামবেন না।
এখন অনেকটাই সুস্থ আছেন নায়ক। জানা গেছে, এই মাসের শেষ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে শুটিং চলবে। তারপর ঢাকায় ফিরবেন শুভ।
অ্যাকশন ঘরানার ‘মালিক’ মুক্তি পেতে পারে আসন্ন ঈদুল ফিতরে। ছবিতে শুভর সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।
দৃশ্যের বাস্তবতা আনতে গিয়ে যে অভিনেতারা নিজের ঝুঁকি নেন, শুভ আবারও তা প্রমাণ করলেন— নির্ভীক এক নায়ক তিনি, রিল ও রিয়েল লাইফে দু’জায়গাতেই।
এসএসকে/

