কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপতারকা কেটি পেরির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ফিসফাস চলছিল। তবে বিচ্ছেদের পর নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও অবশেষে গোপনীয়তার দেওয়াল ভেঙে প্রকাশ্যে এলেন এই আলোচিত যুগল।
সাম্প্রতিক এক আন্তর্জাতিক কূটনৈতিক আয়োজনে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সামনে আনেন ট্রুডো–কেটি। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন দুজন। সেই অনুষ্ঠানের ছবিই প্রকাশ্যে এনে সম্পর্কের সত্যতা নিজেই নিশ্চিত করেন ট্রুডো।
এক্স–এ শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাকে দেখে খুব ভালো লাগল ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে সময় কাটাতে পেরে অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি এবং সবার জন্য উন্নত ভবিষ্যতের প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।’
ট্রুডোর এমন পোস্টের পরই কূটনৈতিক মহলসহ নেটদুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোড়ন।
গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় একটি অনুষ্ঠানে ঘনিষ্ঠ মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছিলেন কেটি পেরি ও ট্রুডো। তখনই প্রথম তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এবার আর নিছক গুঞ্জন নয়— কিশিদার বাসভবনে পাশাপাশি বসে থাকা ছবিগুলো যেন তাদের সম্পর্কের আনুষ্ঠানিক সিলমোহরই হয়ে গেল।
ছবিগুলো প্রকাশ হতেই আন্তর্জাতিক অঙ্গনে ট্রুডো–কেটি পেরি জুটিকে ঘিরে আলোচনা তুঙ্গে। গোপন প্রেমের আড়াল সরিয়ে তারা এখন পুরোপুরি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এসএসকে/

