Logo

বিনোদন

পর্দা উঠল ৫ম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের

সৌদি আরবে হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমলে তারার মেলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭

সৌদি আরবে হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমলে তারার মেলা

‘সিনেমার প্রতি ভালোবাসা’— এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দার ঐতিহাসিক শহর আল বালাদে শুরু হলো পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী রাতে লাল গালিচায় হাঁটলেন বিশ্বের নানা দেশের চলচ্চিত্র তারকারা, জমে উঠল এক বর্ণাঢ্য আয়োজন।

উদ্বোধনী দিনের রেড কার্পেট মাতিয়ে দিলেন অস্কারজয়ী অ্যাড্রিয়ান ব্রডি, মার্কিন তারকা কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা, উমা থারম্যান, আনা ডি আর্মাস, ড্যানিয়েল কালুয়া এবং গায়িকা রিতা ওরা। বলিউড থেকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই। মধ্যপ্রাচ্যের তারকাদের মধ্যে সৌদি অভিনেত্রী সারাহ তাইবাহ, জেইনা মাকি, হানা মানসুর–সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


ফেস্টিভ্যাল আয়োজকদের মতে, এবারের আসরে ৭০টির বেশি দেশ থেকে ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নতুন নির্মাতা আবিষ্কার, বৈশ্বিক শিল্প–সংযোগ, নারী চলচ্চিত্রকারদের বিশেষভাবে তুলে ধরা এবং আন্তর্জাতিক চলচ্চিত্রকে এক মঞ্চে আনার লক্ষ্যেই অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।

অ্যাড্রিয়ান ব্রডি বলেন, ‘এটি আমার দ্বিতীয়বার রেড সি ফেস্টিভ্যালে আসা। সৌদি আরবের এই সাংস্কৃতিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে নারী নির্মাতাদের জায়গা তৈরি করার ক্ষেত্রে ফেস্টিভ্যালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনও। চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এ উৎসবে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। জুরি বোর্ডে আছেন শন বেকার, লেবানিজ নির্মাতা নাদিন লাবাকি, অস্কারজয়ী রিজ আহমেদ, অলগা কুরি্লেঙ্কো ও নাওমি হারিস।

উদ্বোধনী রাতে প্রদর্শিত হয় ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক ছবি ‘জায়ান্ট’। রোয়ান আথালের পরিচালিত ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি। তিনি বলেন, ‘একজন ইয়েমেনি মুসলিম যুবকের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ওঠার যাত্রা শুধু অনুপ্রেরণাদায়ক নয়, বরং দুই সংস্কৃতির মিলন তুলে ধরে।’


উৎসবজুড়ে প্রদর্শিত হবে ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং শর্ট ফিল্মসহ বিভিন্ন ঘরানার চলচ্চিত্র। আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’, হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’ এবং আনাস বে-থাফের ‘এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ’।

তারকা, নির্মাতা, দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের সমাগমে জেদ্দার ফিল্ম ফেস্টিভ্যাল প্রাঙ্গণে এখন সত্যিকারের উৎসবের আলোয় ভাসছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হলিউড বলিউড সৌদি আরব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর