Logo

বিনোদন

গোপনে শুটিং করা বাঁধন–সুনেরাহ–শিমুদের ছবি যাচ্ছে বিদেশের উৎসবে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

গোপনে শুটিং করা বাঁধন–সুনেরাহ–শিমুদের ছবি যাচ্ছে বিদেশের উৎসবে

ফ্রান্সের লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। এবারের আসরে বাংলাদেশ থেকে ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। পাঁচ দেশের যৌথ অনুদানে নির্মিত এই ছবির শুটিং সম্প্রতি একেবারে গোপনেই সম্পন্ন হয়েছে।

পরিচালক রুবাইয়াত হোসেন জানান, শুটিং শেষ হলেও থেমে নেই কাজের ধারা। বর্তমানে ফ্রান্সে চলছে ছবির সম্পাদনা। সম্পাদনার পর পরবর্তী ধাপগুলোর গুরুত্বপূর্ণ অংশ অনুষ্ঠিত হবে পর্তুগালের লিসবনে, যেখানে ভিডিও ইফেক্টসহ বেশ কিছু ব্যয়বহুল কাজ সম্পন্ন করা হবে। পুরো প্রক্রিয়াই অনুদানের অর্থে পরিচালিত হচ্ছে।

ছবিটির অভিনয়শিল্পী তালিকায় রয়েছেন তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী— আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। এই প্রথম একই ছবিতে একত্রে দেখা যাবে তিনজনকে। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, দামির খান, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

সিনেমাটি ইতোমধ্যেই জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইউইমেজেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে অর্থায়ন পেয়েছে। বাংলাদেশের সঙ্গে নরওয়ে, জার্মানি, ফ্রান্স ও পর্তুগালের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।

প্রযোজনা সংস্থার একটি সূত্র জানায়, ছবিটির বাজেট উল্লেখযোগ্যভাবে বড় হলেও বিষয়টি নিয়ে নির্মাতা মুখ খুলতে চান না। সব কাজ শেষ হতে আরো সময় লাগবে। এরপর ছবিটি আন্তর্জাতিক উৎসবগুলোতে পাঠানো হবে। ফলে দেশীয় দর্শকদের ছবিটি দেখতে অপেক্ষা করতে হবে আরও অনেকটা সময়।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন আজমেরি হক বাঁধন সুনেরাহ বিনতে কামাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর