Logo

বিনোদন

‘আমার কাছে প্রচুর সিনেমার প্রস্তাব আসে, কিন্তু করা হয় না’

একান্ত সাক্ষাৎকারে ফারিন খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭

‘আমার কাছে প্রচুর সিনেমার প্রস্তাব আসে, কিন্তু করা হয় না’

বর্তমানে ছোটপর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন ফারিন খান। নাটক, ব্র্যান্ড ফটোশুট, নতুন প্রজেক্ট—সব মিলিয়ে তার দিন কাটছে কর্মব্যস্ততাতেই। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তিনি কথা বললেন বাংলাদেশের খবরের সঙ্গে।

বাংলাদেশের খবর : সাম্প্রতিক ব্যস্ততা ও কাজ নিয়ে জানতে চাই

ফারিন খান : এখন পুরোপুরি নাটক নিয়েই ব্যস্ত আছি। নিয়মিত নাটকে কাজ করছি— এটা সবাই প্রায় জানেনই। বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট করছি। এর বাইরে একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। বেশ কিছু নামি-দামি প্রতিষ্ঠানের ব্রান্ডিংয়ের সঙ্গে যুক্ত আছি। গত কয়েক মাসে বেশ কয়েকটি ব্র্যান্ডের ফটোশুট করেছি, আরও কিছু ভালো ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হচ্ছে। এখন ফটোশুটই মূলত বেশি করছি।


বাংলাদেশের খবর : সিনেমায় ফিরছেন না কেন?

ফারিন খান : সিনেমা দিয়েই আমার ক্যারিয়ার শুরু । তবে এখন ছোটপর্দায় বেশি কাজ করছি। অনেকে ভাবে আমি সিনেমার অফার পাচ্ছি না- এটা ভুল। আমার কাছে প্রচুর সিনেমার প্রস্তাব আসে। কিন্তু করা হয় না। ‘দাগ’, ‘জঙলি’, ‘লিপস্টিক’সহ বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছি ইতোমধ্যেই। 

বাংলাদেশের খবর : কাজগুলো তো ভালো ছিল, কেন করা হয়নি?

ফারিন খান : কারণ আমি নিজেই মনে করেছি যে আমি এখনো বড় পর্দার জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত নই। বড় পর্দায় কাজ করার জন্য যেভাবে প্রস্তুতি দরকার— মেন্টাল প্রিপারেশন, স্কিল, আত্মবিশ্বাস। এর জন্য আমি মনে করি আমাকে আরও কিছুটা সময় নিতে হবে। দর্শকদের বড় প্রত্যাশা থাকে, সেই জায়গাটায় পৌঁছাতে পারবো কিনা— সেই চিন্তাটা আসে। তাই কাজগুলো করিনি।


বাংলাদেশের খবর : কবে ফিরবেন বড় পর্দায়?

ফারিন খান : আগামী বছরের শুরুর দিকে আমি সিনেমায় ফেরার কথা ভাবছি। এতোদিন নাটক করে অ্যাক্টিং স্কিল আরও ভালো করেছি। নাটকে কাজ করে নিজেকে গ্রুমিং করেছি,  এগুলো সিনেমায় কাজে লাগাতে চাই। আমাদের দেশের সিনেমা আবার এগোচ্ছে— দোয়া করি আরও আগাক, একটা প্রজন্ম কাজ করছে তারপর আমাদের প্রজন্মও আবার শুরু করবে।

বাংলাদেশের খবর : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

ফারিন খান : বাংলাদেশের খবরকেও ধন্যবাদ

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন ফারিন খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর