ওটিটিতে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন অভিনেত্রী তানজিকা আমিন। আশফাক নিপুণের জনপ্রিয় সিরিজ ‘মহানগর ২’–এ অভিনয় করে সাধারণ দর্শক থেকে শুরু করে সহকর্মীদেরও সমানভাবে মুগ্ধ করেন তিনি। এরপরও ধারাবাহিকভাবে কয়েকটি ওয়েব প্রজেক্টে কাজ করেছেন।
চলতি ডিসেম্বরেই দুটি নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে—‘ডিমলাইট’ এবং ‘অমীমাংসিত’। দু’টি কাজই ভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।
তানজিকা বলেন, ‘বছরের শেষেই আমার অভিনীত দুইটা ওয়েব ফিল্ম রিলিজ হচ্ছে—এটা সত্যিই আনন্দের। দুটি কাজের চরিত্রই পুরোপুরি আলাদা। দুটিতেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।’
ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’–এ তানজিকা অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী তানিয়া চরিত্রে। মিডলাইফ ক্রাইসিসকে কেন্দ্র করে নির্মিত এই গল্পে তাঁর স্বামীর ভূমিকায় আছেন মোশাররফ করিম। ওয়েব ফিল্মটি ১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাবে।
অন্যদিকে, ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটির শুটিং হয়েছিল প্রায় দুই বছর আগে। সেন্সর জটিলতার কারণে এতদিন আটকে থাকলেও এই ডিসেম্বরে অবশেষে মুক্তি পাচ্ছে কাজটি। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিক চরিত্রে, আর তাঁর স্বামীর ভূমিকায় আছেন ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের মূল কেন্দ্রবিন্দু।
চরিত্রটি নিয়ে তানজিকা বলেন, ‘সাংবাদিকের চরিত্র করা মোটেও সহজ ছিল না। চরিত্রটি প্রতিষ্ঠিত, বাস্তবসম্মত এবং দায়িত্বশীল— তাই চাপও ছিল বেশি। দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারব, সেটা ভেবে কিছুটা ভয়ও কাজ করে। তবে নির্মাতা থেকে শুরু করে পুরো টিমই সত্যিই দারুণ কাজ করেছে। আশা করি দর্শক সন্তুষ্ট হবেন।’
বছরের শেষ প্রান্তে এসে আবারও আলোচনায় আসছেন তানজিকা আমিন— দুটি ওয়েব ফিল্মেই তাঁকে দেখা যাবে দুই সম্পূর্ণ ভিন্ন রূপে।
এসএসকে/

