Logo

বিনোদন

মানহানি মামলায় আবারো আদালতের পথে কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪৩

মানহানি মামলায় আবারো আদালতের পথে কঙ্গনা

বলিউডে ঠোঁটকাটা স্বভাবের জন্য সবসময় আলোচনায় থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনয়জগতের পাশাপাশি এখন তিনি সক্রিয় রাজনীতিবিদ— বর্তমানে বিজেপির হয়ে হিমাচলপ্রদেশের মান্ডি আসনের সংসদ সদস্য। তবে ব্যক্তিগত মতামত ও বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। এবার আবারও আইনি ঝামেলায় পড়লেন এই অভিনেত্রী।

২০২০-২১ সালে দিল্লিতে কৃষি আইন বাতিলের দাবিতে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকদের যে বৃহৎ আন্দোলন হয়েছিল, সেখানে অংশ নেওয়া এক প্রবীণ নারী আন্দোলনকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কঙ্গনা। তার সেই মন্তব্যের জেরে দায়ের হয় মানহানির মামলা। সেই মামলার শুনানিতে উপস্থিত থাকার জন্য আসছে ১৫ ডিসেম্বর পাঞ্জাবের ভাটিন্ডা জেলার আদালত তাকে হাজিরার নির্দেশ দিয়েছে।

সম্প্রতি কঙ্গনা আদালতে জানিয়েছেন, ৪ নভেম্বর লোকসভায় উপস্থিত থাকার বাধ্যবাধকতার কারণে তিনি নির্ধারিত তারিখে আদালতে যেতে পারেননি। পরিস্থিতি বিবেচনায় বিচারক ইন্দ্রজিৎ সিং পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার নির্দেশ দেন।

অন্যদিকে মামলার বাদী ৭৩ বছর বয়সী আন্দোলনকারী মহিন্দর কৌর হুইলচেয়ারে করে আদালতে হাজির হয়ে নিজের জবানবন্দি দিয়েছেন। তার অভিযোগ— কৃষক আন্দোলনের সময় কঙ্গনা সামাজিক মাধ্যমে তার ছবিকে শাহিনবাগের বিলকিস বানুর ছবি দাবি করে অপমানজনক মন্তব্য করেন এবং বলেন, ‘এদের ১০০ টাকা দিলেই আন্দোলনে এনে দাঁড় করানো যায়।’

রাজনীতিতে আসার পর থেকেই আলোচনায় রয়েছেন কঙ্গনা। মান্ডি কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। তবে সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনীতি তিনি যতটা উপভোগ করবেন ভাবতেন, বাস্তবে তা ততটা সহজ মনে হচ্ছে না।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন কঙ্গনা রানাওয়াত বলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর