গোপন খবর দিতে সাংবাদিকদের ডাকলেন অপু বিশ্বাস ও আদর আজাদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮
বেশকিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার সঙ্গে এবার নাম জড়িয়েছে তরুণ চিত্রনায়ক আদর আজাদের। নানা জল্পনা-কল্পনার মাঝেই নিজেদের গোপন খবর প্রকাশ করতে আজ ( ৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তারা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টেুরেন্টে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের। সেখানে তারা জানাবেন তাদের ‘সিক্রেট’ নিয়ে। হ্যাঁ, শিগগিরই শুটিং শুরু হতে যাচ্ছে তাদের নতুন ছবি ‘সিক্রেট’ এর। আর সিনেমার সেই গোপন কথা ফাঁস করতেই তারা হাজির হচ্ছেন সাংবাদিকদের সামনে।
সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। অপু বিশ্বাস ও আদর আজাদের ‘সিক্রেট’ সিনেমায় কোন গোপন বিষয় তুলে ধরা হবে জানতে চাইলে বাংলাদেশের খবরকে বন্ধন বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তে কোনো গোপন তথ্যই ফাঁস করা যাবে না। তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব তথ্যই তুলে ধরার চেষ্টা করব। তবে এতটুকু জানিয়ে রাখি এটি একটি রোমান্টিক-অ্যাকশন থ্রিলার।’
‘সিক্রেট’ ছবিটি এমকে প্রোডাকশনের ব্যানারে তৈরি হবে।
ঢালিউডে অপু বিশ্বাসের অভিনয়জীবন দুই দশকের। দীর্ঘ অভিনয়জীবনে শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে ৮০টির মতো সিনেমায় তার নায়ক শাকিব খান। এর বাইরে অপু বিশ্বাস অভিনয় করেছেন মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন, জয় চৌধুরী প্রমুখ।
অন্যদিকে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতায় ২০১৪ সালের চ্যাম্পিয়ান আদর আজাদ শুরুতে নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও একটা সময় এসে সিনেমায় নিয়মিত হন। কয়েক বছর ধরে টানা সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। এর আগে তিনি নিশাত সালওয়া, পূজা চেরী, শবনম ববুলীদের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন। এবার তিনি পর্দা জুটি হচ্ছেন অপু বিশ্বাসের বিপরীতে। আদর আজাদের ছবির তালিকা ঘেঁটে দেখা যায়, তাঁর নায়িকাদের মধ্যে তার বিপরীতে সবচেয়ে বেশি করেছেন শবনম বুবলী।
এসএসকে/

