Logo

বিনোদন

কেয়া পায়েলের বিয়ে কবে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

কেয়া পায়েলের বিয়ে কবে?

জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী কেয়া পায়েল লাখো দর্শকের মন জিতলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রশ্ন— কবে বিয়ে করবেন জনপ্রিয় এই অভিনেত্রী? সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে নিয়ে নিজের ভাবনা খোলামেলা জানালেন কেয়া পায়েল।

তিনি বলেন, ‘বিয়ে করলে তা লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করব। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনাদের আশীর্বাদই আমার শক্তি।’

নারীদের ব্যক্তিগত স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘প্রতিটি মেয়েরই উচিত নিজের মতো করে চলা। যে পরিবারের সঙ্গে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নেবে। আমিও তাদের পরিবারের অংশ হয়ে যাব। এক জীবন কেটেছে মা–বাবার স্নেহে, বিয়ের পর নতুন এক পরিবারে নতুনভাবে জন্ম নেব আমি।’

কবে বিয়ে করতে পারেন— এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময় না জানালেও পায়েল জানান, সবকিছু ঈশ্বরের ইচ্ছার ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন কেয়া পায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর