অশালীন মন্তব্যে সয়লাব তাসনিয়া ফারিণের কমেন্ট বক্স
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৩
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের নতুন গান ‘মন গোলবে না’ প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে গান যতটা প্রশংসা কুড়িয়েছে, তার চেয়ে বেশি নজর কেড়েছে ফারিণের পোস্টের নিচে দর্শকদের নানা রকম মন্তব্য—যার অধিকাংশই অশালীন, কটাক্ষপূর্ণ ও সমালোচনামূলক।
ফারিণের অফিশিয়াল পোস্টে দেখা যায়, অনেকেই গান নিয়ে মতামত দেওয়ার পরিবর্তে নেমেছেন ব্যক্তিগত আক্রমণ ও ব্যঙ্গ-বিদ্রুপে। কেউ লিখেছেন, “গান আর নাচ একেবারে চু'দলিং পং”, কেউ প্রশ্ন তুলেছেন, “লিসা হইতে চাও তুম লিসা?” আবার কেউ মন্তব্য করেছেন, “মানে গানটা পেলেই হলো! সেটাতেই নাচতে হবে!”
কেউ তো গানটিকে ‘ফালতু’ বলতেও ছাড়েননি। অনেকে আবার অভিযোগ করেছেন যে একসময় ফারিণের অভিনয়ে যেভাবে মুগ্ধ হতেন, এখন তার কাজ দেখে হতাশ হতে হচ্ছে।
এদিকে একাধিক মন্তব্যে দেখা গেছে, অনেকেই ফারিণের লুক, নাচের স্টেপ বা ভিডিওর স্টাইল নিয়ে ব্যঙ্গ করছেন। কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন, কেউ আবার তুলনা করছেন বিদেশি শিল্পীদের সঙ্গে—সব মিলিয়ে কমেন্ট সেকশন যেন হয়ে উঠেছে বিদ্রূপের মেলা।
যদিও সমালোচনার পাশাপাশি কিছু ইতিবাচক মন্তব্যও আছে। তবে এসব ইতিবাচক মন্তব্য নেতিবাচক ঢেউয়ের তুলনায় অনেক কম।
মোটকথা, নতুন গান রিলিজের আনন্দের মাঝেই তাসনিয়া ফারিণকে মোকাবিলা করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার অশালীনতা, ব্যঙ্গ-বিদ্রূপ আর কটাক্ষে সয়লাব কমেন্ট বক্সের বাস্তবতা। যদিও এসব নেতিবাচক মন্তব্যে চুপ রয়েছেন এই অভিনেত্রী।
এসএসকে/

