ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান জীবনে প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি এই আধ্যাত্মিক যাত্রায় যাওয়ার ইচ্ছা পোষণ করছিলেন। অবশেষে সবকিছু প্রস্তুত করে আজই সেই মাহেন্দ্রক্ষণে পা রাখলেন অভিনেতা।
ওমরাহ যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। দৈনিক বাংলাদেশের খবরকে তিনি বলেন,
'জীবনের প্রথমবারের মতো ওমরাহ পালন করতে যাচ্ছি। এজন্য আল্লাহর কাছে শোকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।'
ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত ইচ্ছা থেকে উৎসারিত এই সফরকে তিনি জীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।
ভক্তরাও তার এই পূণ্যের যাত্রাকে স্বাগত জানিয়েছেন।
এসএসকে/

