দীর্ঘ এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খান পরিচালিত নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এ দেখা যাবে তাকে। ইতোমধ্যে ছবিটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। নির্মাতা আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন।
সিনেমায় ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তানিয়া বৃষ্টি বলেন, ‘প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা— এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দারুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার যে নৃশংস ঘটনা সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল— সেই ঘটনার অনুপ্রেরণাতেই নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের তীব্র টানাপোড়েন ফুটে উঠবে।
পরিচালক রায়হান খান বলেন, ‘একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। খুব শিগগিরই বাকি শুটিং শেষ করব। ঈদে ছবি মুক্তির ইচ্ছা আছে। তবে পোস্ট-প্রডাকশনের প্রয়োজনে সময় লাগলে আমরা সময় নেব।’
দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন ইতোমধ্যেই ভক্তদের মাঝে নতুন প্রত্যাশা তৈরি করেছে। নির্মাতার কথায়, এটি হতে যাচ্ছে একটি শক্তিশালী ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।
এসএসকে/

