Logo

বিনোদন

ব্যাচেলর পয়েন্ট ফ্ল্যাট

উপরতলার নতুন ভাড়াটিয়া স্পর্শিয়া!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯

উপরতলার নতুন ভাড়াটিয়া স্পর্শিয়া!

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন সিজনে হাজির হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিরিজের পঞ্চম মৌসুমে ‘স্পর্শ’ নামের চরিত্রে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সিজন শুরুর পর থেকেই নতুন নায়িকাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। পরিচালক কাজল আরেফিন অমি কিছুদিন আগে অভিনেত্রীর পেছন দিকের একটি ছবি প্রকাশ করলেও মুখটি গোপন রাখেন। অবশেষে ১১ ডিসেম্বর বঙ্গতে প্রকাশিত চ্যাপ্টার–৭ এ স্পষ্ট হয় সেই রহস্য— চমকপ্রদ আবির্ভাব ঘটান স্পর্শিয়া।

গত মাসে তিনি সিরিজে উপস্থিত হলেও চরিত্র প্রকাশ করা হয়নি। এতে জোরালো জল্পনা তৈরি হয় দর্শকদের মধ্যে। অবশেষে এক মাসের অপেক্ষা শেষে জানা গেল— ব্যাচেলর পয়েন্ট ফ্ল্যাটের ওপরতলার নতুন ভাড়াটিয়া হিসেবেই তাকে দেখা যাবে।

স্পর্শিয়ার এমন অপ্রত্যাশিত উপস্থিতি সিরিজে নতুন মাত্রা যোগ করেছে। গল্পের মোড় ঘুরানোর পাশাপাশি তৈরি হয়েছে নতুন রহস্য–রোমাঞ্চের আভাস।

অভিনয়ে ধারাবাহিকতা, চরিত্র বাছাইয়ে বিচক্ষণতা ও নিজস্ব স্টাইলের কারণে স্পর্শিয়া ইতোমধ্যেই তরুণ প্রজন্মের অন্যতম পছন্দের তারকা। ফলে তার এই প্রত্যাবর্তনকে দর্শকরা দারুণ আগ্রহ নিয়ে গ্রহণ করছেন।

‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন অধ্যায়ে স্পর্শিয়া ঠিক কতটা চমক দেখাবেন— এখন সেটাই দেখার অপেক্ষা।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর