Logo

বিনোদন

সৃজিত যেভাবে মিথিলাকে বোকা বানায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ২১:১৮

সৃজিত যেভাবে মিথিলাকে বোকা বানায়

অনেকদিন ধরেই শোবিজ অঙ্গনে আলোচনা— দাম্পত্য জীবনে নাকি টানাপোড়েনে আছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতের নির্মাতা সৃজিত মুখার্জি। বিচ্ছেদের খবরও একাধিকবার ঘুরে ফিরে এসেছে সামাজিকমাধ্যমে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই সব জল্পনা কৌতূহলকেই নতুন মোড় দিলেন মিথিলা।

জানা গেছে, বর্তমানে মুম্বাইয়ে স্বামী সৃজিতের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। কবে সেখানে গেছেন— তা স্পষ্ট না হলেও ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার থেকেই বিষয়টি পরিষ্কার হয়েছে।

সাক্ষাৎকারে মিথিলা জানান, ‘সৃজিতের অনেক আত্মীয়ের সঙ্গেই এবার প্রথম দেখা হলো। আমরা কিছুদিন একসঙ্গে সময় কাটাচ্ছি। আইরাকেও সবাই দেখল। গত বছর দেখা হয়েছিল, এরপর আর সুযোগ হয়নি। তাই এবার সবার সঙ্গে একটু আড্ডা আর হইচই হলো। খুব বেশি ঘোরা হয়নি তবে।’

মুম্বাই ঘোরার প্রসঙ্গ টেনে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি সৃজিতকে বলেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া দেখাবে। সে মুখ গম্ভীর করে বলল, ‘ওটা এখন ঢেকে রেখেছে কাপড় দিয়ে।’ আমি তো বিশ্বাসই করে ফেললাম! পরে গুগল করে দেখি— এত বিশাল স্থাপনা কাপড় দিয়ে ঢেকে রাখা সম্ভব? সৃজিত সব সময়ই এমন করে মজা করে আমাকে বোকা বানায়।’

এর আগেও তাদের বিচ্ছেদ নিয়ে নানা গুজব ছড়ায়। বিশেষ করে যখন মিথিলা জানিয়েছিলেন তিনি দীর্ঘদিন কলকাতা যাননি এবং ভিসার সমস্যায় ছিলেন— তখনই গুঞ্জন জোরদার হয়। এক পডকাস্টে সৃজিত এখনো তার স্বামী কি না— এমন প্রশ্নে মিথিলা সরাসরি কিছু না বললেও জানিয়েছিলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নাম রয়েছে।’

তবে বর্তমান পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন যেভাবেই হোক— বাস্তবতা ঠিক উল্টো। একসঙ্গে সময় কাটাচ্ছেন, ঘুরছেন, হাসছেন— সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে কৌতূহলের নতুন অধ্যায়ই খুলে দিলেন মিথিলা নিজেই।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর