কলকাতায় এক ব্যতিক্রমী আয়োজনে মুখোমুখি হলেন দুই ভিন্ন জগতের দুই মহাতারকা— বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসি। তাদের করমর্দন ও একসঙ্গে তোলা ছবির মুহূর্তটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ভক্তদের মধ্যে তৈরি করে তুমুল উচ্ছ্বাস।
বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে ভারতে সফর করছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। শনিবার কলকাতায় অনুষ্ঠিত এক বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই ঘটে যায় বহুল আলোচিত এই সাক্ষাৎ— মেসির সঙ্গে সরাসরি দেখা হয় শাহরুখ খানের।
অনুষ্ঠানে শাহরুখ খান প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর তিনি এগিয়ে যান মেসির দিকে। দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন, করমর্দন এবং ছবি তোলার দৃশ্য ক্যামেরাবন্দি হয়। এ সময় শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও মেসির সঙ্গে আলাদা করে ছবি তুলতে দেখা যায়। ফুটবল তারকাকে সামনে পেয়ে আব্রামের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগান পরে অনুষ্ঠানে হাজির হন শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি ও সন্তানরা। দর্শকদের উল্লাসের মাঝেই তিনি বিশ্ব ফুটবলের তারকাদের সঙ্গে সময় কাটান।
এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও ও ছবি ইতোমধ্যে ভাইরাল। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখছেন—‘দুই কিংবদন্তি, এক ফ্রেম’, আবার কেউ বলছেন, ‘এমন দৃশ্য ইতিহাস হয়ে থাকবে’।
উল্লেখ্য, কলকাতা সফরের সময় মেসি সল্টলেক স্টেডিয়ামের কাছে নিজের ৭০ ফুট উচ্চতার মূর্তি ভার্চ্যুয়ালি উন্মোচন করেন। এ সফরে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে তার। কলকাতার পর মেসির সফরসূচিতে রয়েছে মুম্বাই, হায়দরাবাদ ও দিল্লিসহ আরও কয়েকটি শহর।
এসএসকে/

