শোবিজ অঙ্গনের এক সময়ের পরিচিত মুখ মোনালিসা বহু আগেই ক্যামেরার আলো ছেড়ে বেছে নিয়েছিলেন ভিন্ন পথ। অভিনয় ও মডেলিং থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রে গড়ে তুলেছেন নিজস্ব ক্যারিয়ার। সেই পথচলায় এবার এলো বড় সাফল্য— পেশাগত জীবনে ব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন তিনি।
জানা গেছে, আন্তর্জাতিক একটি প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দীর্ঘ ১২ বছর ধরে জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি নতুন প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন মোনালিসা। নতুন এই প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব নিয়েছেন ব্যবস্থাপক হিসেবে। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে তার কর্মজীবনের নতুন অধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে মোনালিসা লেখেন, নতুন এই যাত্রার জন্য তিনি কৃতজ্ঞ ও আনন্দিত। তার ভাষায়, কঠোর পরিশ্রমই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। নতুন দায়িত্বের সঙ্গে সঙ্গে সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দরজাও খুলে গেছে বলে মনে করেন তিনি।
নিজের অর্জন প্রসঙ্গে মোনালিসা বলেন, বহু কষ্ট আর ধৈর্যের পথ পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও, মেকআপই তার প্রকৃত প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে এই পেশায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।
একসময় নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত মোনালিসাকে। নাচেও ছিল তার সাবলীল উপস্থিতি। তবে হঠাৎ করেই শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি প্রবাসজীবন বেছে নেন। গত বছর স্বল্প সময়ের জন্য দেশে এলেও আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে।
এদিকে অভিনয় থেকে পুরোপুরি দূরে না থাকলেও মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই কাজটির টিজার ইতোমধ্যেই দর্শকদের সামনে এসেছে।
উল্লেখ্য, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরবর্তীতে সেই সম্পর্কের ইতি টানলেও, আজ তিনি নিজের কর্মক্ষেত্রে নতুন সাফল্যের মাধ্যমে জীবনের আরেকটি ইতিবাচক অধ্যায় শুরু করেছেন।
এসএসকে/

