আশীর্বাদের নাম করে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত পুরোহিতের!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪১
পবিত্র উপাসনালয়েও যে নারীরা নিরাপদ নন— এমনই এক মর্মান্তিক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন মালয়েশিয়ার পরিচিত মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি পুরোহিতের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
লিশালিনির বর্ণনায়, পূজার সময় পুরোহিত ‘পবিত্র পানি ছিটিয়ে আশীর্বাদ’ দেওয়ার কথা বলে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখেন। পরে তিনি যখন অফিসের উদ্দেশে মন্দির ছাড়তে যাচ্ছিলেন, তখন আচমকাই পুরোহিত তীব্র গন্ধযুক্ত একটি তরল তার শরীরে ছিটিয়ে দেন। এরপর আশীর্বাদের অজুহাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
অভিনেত্রীর অভিযোগ, ওই তরল ছিটানোর পর পুরোহিত তাকে পোশাক খুলতে বলেন। তিনি তাতে আপত্তি জানালে পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং হঠাৎ করেই শ্লীলতাহানিমূলক আচরণে লিপ্ত হন। পুরোহিত তার ব্লাউজের ভেতরে গাত ঢুকিয়ে নোংরা স্পর্শ করতে থাকেন। ঘটনাটিকে ‘ধর্মীয় আচার’-এর অংশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। লিশালিনি ইঙ্গিত দিয়েছেন, এই নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সবকিছু ভাষায় প্রকাশ করাও তার পক্ষে কঠিন।
ঘটনার পরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মালয়েশিয়ার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মন্দিরের স্থায়ী পুরোহিত নন; তিনি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ধর্মীয় স্থানে এমন ন্যক্কারজনক ঘটনার খবরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। লিশালিনির সাহসী অবস্থানকে অনেকে নারীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
এসএসকে/

