Logo

বিনোদন

ফারিয়া শাহরিনের ২ বছরের অপেক্ষার অবসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:৫৩

ফারিয়া শাহরিনের ২ বছরের অপেক্ষার অবসান

দীর্ঘ অভিনয়জীবন থাকলেও জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর অন্তরা চরিত্রেই দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে পঞ্চম সিজন শুরু হলেও এতদিন তাকে পর্দায় দেখা না যাওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার ইতি টানলেন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্সে আবারও ফিরেছেন ফারিয়া শাহরিন।

প্রায় দুই বছর পর এই ধারাবাহিকে ফিরে উচ্ছ্বাস লুকাননি অভিনেত্রী। তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফেরার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। এই সময়টাতে নিজেকে চরিত্রের জন্য প্রস্তুত করেছেন, এমনকি শারীরিক পরিবর্তনের দিকেও বিশেষ মনোযোগ দিয়েছেন। চ্যাপ্টার সিক্সে নিজের উপস্থিতি দেখে স্বস্তি ও আনন্দ দুটোই অনুভব করছেন বলে জানান তিনি।

ফারিয়া শাহরিন বলেন, দর্শকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার একটাই প্রশ্ন আসত— তিনি কেন সিজন ৫-এ নেই। অবশেষে পর্দায় ফিরে সেই সব প্রশ্নের উত্তর একসঙ্গেই দিতে পারছেন বলে মনে করছেন অভিনেত্রী।

কাজল আরেফিন অমি পরিচালিত এই জনপ্রিয় ধারাবাহিকে ফারিয়া শাহরিনের সঙ্গে আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

দর্শকদের মতে, অন্তরার প্রত্যাবর্তনে নতুন করে গতি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্প, আর ফারিয়া শাহরিনের এই কামব্যাক নিঃসন্দেহে ধারাবাহিকটির জন্য বাড়তি চমক।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর