Logo

বিনোদন

ছয় বছর আগেই বিচ্ছেদ হয়েছে অপু–মোমোর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭

ছয় বছর আগেই বিচ্ছেদ হয়েছে অপু–মোমোর

অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমোর দাম্পত্য জীবনের ইতি ঘটেছে অনেক আগেই। তবে সেই বিচ্ছেদের কথা এতদিন আড়ালেই ছিল। অবশেষে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে আনলেন মোমো নিজেই।

ফেসবুক পোস্টে তিনি জানান, প্রায় ছয় বছর আগে পারস্পরিক সম্মতিতেই তাদের বিচ্ছেদ হয়। তবে সামাজিক চাপ, ভয় আর লজ্জার কারণে দুজনের সিদ্ধান্তেই এতদিন এই সত্য গোপন রাখা হয়েছিল। সময়ের সঙ্গে সেই গোপনীয়তা দুজনের জন্যই মানসিকভাবে কষ্টকর হয়ে উঠলে, অবশেষে বিষয়টি পরিষ্কার করার সিদ্ধান্ত নেন তারা।

মোমো জানান, দীর্ঘদিন চেপে রাখা এই বাস্তবতা তাদের দুজনের জন্যই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই এখন আর লুকিয়ে রাখার প্রয়োজন মনে করছেন না তিনি।

তিনি লেখেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার জন্য দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুই জন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল ২ জনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই! এখন খুব আন্তরিকভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি। বিচ্ছেদ মানেই ধংস নয়, শেষ হয়ে যাওয়া নয়…’

দীর্ঘ সময় পর এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেতা রাশেদ মামুন অপু। সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিগত অধ্যায় পেছনে রেখে তিনি বর্তমানে নতুন চলচ্চিত্রের কাজ ও প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর