সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই খোলামেলা ও স্পষ্টভাষী ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এবার নিজের ফেসবুক পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে ক্ষোভ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। তবে কারও নাম বা পরিচয় সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া আবেগঘন পোস্টে পরীমণি লেখেন, বিপদের সময় যাদের পাশে দাঁড়িয়েছেন, অনেক ক্ষেত্রেই তারাই পরে তাকে একা ফেলে সরে গেছেন। তার ভাষায়, মানুষের দুঃসময়ে তার দরজা সবসময় খোলা থাকলেও সেই মানুষগুলোর কেউ কেউ উল্টো তাকেই বিপদে ঠেলে দিয়ে চলে যান।
তবে এসব ঘটনায় ভেঙে পড়েননি বলে জানান এই অভিনেত্রী। বরং নিজের মানবিকতা ও বিবেকবোধ নিয়ে তিনি গর্ব অনুভব করেন। পোস্টে পরীমনি উল্লেখ করেন, তিনি বদলাতে পারেননি— না তার মনুষ্যত্ব, না তার বিবেক। আর সেজন্যই আল্লাহ তাকে অন্যকে সাহায্য করার সামর্থ্য দিয়েছেন বলে বিশ্বাস করেন তিনি।
পরীমনির এই পোস্টের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তার পাশে দাঁড়িয়ে মন্তব্য করছেন, আবার কেউ কেউ জানতে চাইছেন— কারা সেই মানুষ, যারা অভিনেত্রীকে বিপদের মুখে ফেলে ভেগে গেছে।
এসএসকে/

