চরিত্রের প্রয়োজনে অভিনেতাদের লুক বদল নতুন নয়। তবে ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই বিরল। পর্দার বাস্তবতা আর আবেগকে নিখুঁতভাবে তুলে ধরতে গিয়ে তিনি যা করেছেন, তা শুধু বাংলা সিনেমা নয়— বিশ্ব চলচ্চিত্রেও খুব কমই দেখা যায়।
সম্প্রতি মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘নূর’–এ একটি বিশেষ দৃশ্যের জন্য অনস্ক্রিন নিজের মাথার চুল নিজেই কেটে ফেলেছেন আরিফিন শুভ। কোনো ক্যামেরা ট্রিক, মেকআপ বা লুকোচুরি নয়— পুরো দৃশ্যটিই ছিল বাস্তব ও কাঁচা অনুভূতিতে ভরপুর। মাত্র আট মিনিটের একটি দৃশ্যের জন্য এমন বড় সিদ্ধান্ত নেওয়ায় দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।
সিনেমাটির মুক্তির পর ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শুভ প্রকাশ করেন সেই দৃশ্যের প্রায় তিন মিনিটের একটি ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘মাত্র ৮ মিনিটের দৃশ্যে… ন্যাড়া মাথায় ‘নূর’। এই ছোট্ট চেষ্টার জন্য আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন, সেটাই আমাকে অনস্ক্রিন নতুন কিছু করার সাহস দেয়। এটি শুধু অভিনয় নয়, আমার অনুভূতির প্রকাশ।’
ভিডিও সূত্রে জানা যায়, প্রথমদিকে পরিচালক রায়হান রাফী এই দৃশ্যের জন্য শুভকে চুল কাটতে দিতে রাজি ছিলেন না। কারণ, এতে অভিনেতার অন্যান্য কাজের ধারাবাহিকতায় সমস্যা হতে পারত। কিন্তু চরিত্রের আবেগকে শতভাগ সত্য করে তুলতেই শেষ পর্যন্ত নিজের চুল বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন আরিফিন শুভ।
এর আগেও ‘ব্ল্যাক ওয়ার’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো সিনেমায় চরিত্রের জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে ভেঙেছেন শুভ। এবার ‘নূর’-এ এসে সেই আত্মনিবেদন আরও এক ধাপ এগিয়ে গেল।
এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার এই ছোট ত্যাগ যদি একজন দর্শকের মনেও নাড়া দেয়, তাহলেই একজন শিল্পী হিসেবে আমি সার্থক।’
উল্লেখ্য, ‘নূর’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ভালোবাসা, যন্ত্রণা আর আত্মত্যাগে ভরপুর এই গল্পটি ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ প্লাসে’।
এসএসকে/

