Logo

বিনোদন

মালদ্বীপের নীল সাগরে আবেদনময়ী মিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩

মালদ্বীপের নীল সাগরে আবেদনময়ী মিম

কাজের ব্যস্ততা থেকে সুযোগ পেলেই ঘুরে বেড়াতে ভালোবাসেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি ভ্রমণপ্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে ভক্তদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘ভ্রমণকন্যা’ হিসেবেও। এবার সেই ভ্রমণের তালিকায় যোগ হলো প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ।

ছুটির মেজাজে মালদ্বীপের সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। সাগরপাড়ে খোলামেলা ও স্টাইলিশ লুকে ধরা দেওয়া এসব ছবি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। নীল আকাশ, সমুদ্র আর রোদঝলমলে পরিবেশে মিমের উপস্থিতি যেন ছবিগুলোতে বাড়তি আবেদন যোগ করেছে।

লাল ও হালকা পোশাকে সমুদ্রের ধারে দাঁড়িয়ে কিংবা রোদচশমা পরে ক্যামেরার দিকে তাকানো— প্রতিটি ফ্রেমেই আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত মিম। তার চোখের চাহনি আর স্বাভাবিক ভঙ্গি ভক্তদের মন ছুঁয়ে গেছে বলেই মন্তব্যের ঘরে উপচে পড়ছে প্রশংসা। কেউ লিখেছেন, ‘দারুণ লাগছে’, আবার কেউ মজা করে বলেছেন, ‘এই ছবি দেখলে শীতও পালিয়ে যাবে।’

এর আগেও বিদেশভ্রমণের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম। তবে মালদ্বীপের সৈকতে তার সাম্প্রতিক উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে এই অভিনেত্রীকে।

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দর্শকের নজর কাড়েন তিনি। এরপর নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মালদ্বীপ বিদ্যা সিনহা সাহা মিম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর