নাট্যযোদ্ধা সম্মাননা পেলেন পণ্ডিত দিশারী চক্রবর্তী
ইরানী বিশ্বাস, কলকাতা
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৬
রবিবার ৭ ডিসেম্বর কোলকাতার রবীন্দ্রসদনের একাডেমি অব ফাইন আটর্স অডিটোরিয়ামে পূর্বরঙ্গ আয়োজিত ‘নাট্যযোদ্ধা’ সম্মাননা পেলেন পন্ডিত দিশারী চক্রবর্তী।
পূর্বরঙ্গ থিয়েটার প্রযোজিত ‘সীতায়ন’ নাটকের ১০০তম প্রদর্শনী উপলক্ষ্যে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মলয় রায়-এর রচনা ও নির্দেশনা ‘সীতায়ন’ নাটকটির আবহ, সুর ও সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত দিশারী চক্রবর্তী। মুখ্য চরিত্রে অভিনয় করেন প্লাবন বসু ও রোকেয়া।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিত্ব বিশিষ্ট লেখক সুবোধ সরকার, সিপিএম নেতা বিমান বসু এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর উপস্থিতিতে পন্ডিত দিশারী চক্রবর্তীর হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
এ পর্যন্ত বাংলা, হিন্দি, ইংরেজি, স্প্যানিশ, চাইনিস ও ফ্রেন্স ভাষায় প্রায় ২৫০ টির অধিক মঞ্চ নাটকে আবহ এবং নাটকের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে ১০০টিরও অধিক নাটক (এনএসডি) অর্ন্তভুক্ত হয়েছে। এই সাফল্যের ধারাবহিকতায় ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ‘সঙ্গীত নাটক একাডেমি’ পুরস্কার দেয়া হয়। এছাড়াও ২০ টিরও অধিক শাস্ত্রীয় ডান্স এবং ডান্স ড্রামাতেও মিউজিক পরিচালনা করেছেন।
পণ্ডিত দিশারী চক্রবর্তী একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনি মনে প্রানে সঙ্গীত ধারণ করেন। মাত্র আড়াই বছর বয়স থেকে সঙ্গীতে হাতে খড়ি। প্রথমে সঙ্গীত শিখতে শুরু করলেও টনসিলের সমস্যা থাকার কারণে তিনি যন্ত্রসঙ্গীতে মনোনিবেশ করেন। সরোদের ওস্তাদ প্রথমে ধ্যানেশ খান পরবর্তীতে আশিষ খানের কাছে শিক্ষা শুরু করেন। এছাড়াও ওস্তাদ আলী আকবার খান, বিদুষী অন্নাপূর্ণা দেবী, বিদুষী আমেনা পেরিরা, পন্ডিত শঙ্কর ঘোষসহ একাধিক গুরুর কাছে সরোদ, সেতার, পাখওয়াজ, তবলা, নলতরঙ্গ, বাঁশি, পিয়ানো, সারেঙ্গী, এসরাজসহ অনেক যন্ত্রে তিনি তালিম নিয়েছেন। এতগুলো যন্ত্রে তালিম নিলেও তিনি অবিচল ছিলেন শততন্ত্রী বীণা শিখবেন। কিন্তু শততন্ত্রী বীণা ততদিনে শাস্ত্রীয় সঙ্গীতের অর্ন্তভুক্ত না থাকায় কোনো গুরু বা ওস্তাদ পাননি। তাই গুরুদের কাছ থেকে সঙ্গীতের তালিম নিয়ে স্বপ্রনোদিত হয়ে নিজস্ব প্রচেষ্টায় তিনি শততন্ত্রী বীণা শিখতে শুরু করেন। আড়াই বছর থেকে টানা পঁয়ত্রিশ বছর কঠোর সাধানার পর তিনি পরিপূর্ণভাবে শততন্ত্রী বীণায় শাস্ত্রীয় সঙ্গীত বাজাতে সক্ষম হন। পণ্ডিত দিশারী চক্রবর্তী ভারতীয় সঙ্গীতাঙ্গনে শাস্ত্রীয় ধারা মেনে ধ্রুপদ ঘরানায় শততন্ত্রী বীণা অর্ন্তভুক্তির পথিকৃৎ।
এসএসকে/

