Logo

বিনোদন

ভয়ঙ্কর প্রেমিক রূপে হাজির হচ্ছেন সিয়াম!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ২১:৫৫

ভয়ঙ্কর প্রেমিক রূপে হাজির হচ্ছেন সিয়াম!

নির্মাতা–প্রযোজক জুটি মেহেদী হাসান হৃদয় ও শেহরিন সুমি আগের সিনেমা ‘বরবাদ’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যে তোলপাড় তুলেছিলেন, এবার তার চেয়েও ভয়াবহ এক ভিজ্যুয়াল ইঙ্গিত দিলেন নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে।

বুধবার এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে উন্মোচন করা হয় এই বহুল আলোচিত ছবির প্রথম ঝলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক সিয়াম আহমেদ, আলী রাজ, প্রযোজক শেহরিন সুমি, পরিচালক মেহেদী হাসান হৃদয়সহ ছবির অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। ছবিতে না থাকলেও ‘রাক্ষস’-এর জন্য শুভ কামনা জানাতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ।

শাকিবকে নিয়ে ‘বরবাদ’-এর পর এই জুটির নতুন কাজ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। অনেকের মধ্যেই প্রশ্ন ছিল চরম ভায়োলেন্সের পর ‘রাক্ষস’-এ কি একটু নরম পথে হাঁটবেন নির্মাতা-প্রযোজক? কিন্তু প্রকাশিত লুক সব জল্পনার অবসান ঘটিয়েছে।

মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে ‘রাক্ষস’ মোটেও নরম কোনো সিনেমা নয়। বরং ‘বরবাদ’-এর চেয়েও আরও ভয়াবহ, আরও অন্ধকার এক ভায়োলেন্সের দুনিয়ায় নিয়ে যেতে চলেছে এই ছবি।

লুকের শুরুতেই চোখে পড়ে এক শিউরে ওঠা দৃশ্য। একটি সাদা বাথটাব, কিন্তু সেখানে পানি নয়- ভর্তি রক্ত। সেই রক্তের ভেতর পড়ে আছে একটি মৃত বাঘ। বাথটাবের পাশে দাঁড়িয়ে সাদা স্যুট–বুট পরা সিয়াম আহমেদ। তার চেহারায় একসঙ্গে বিধ্বংসী আর করুণ অভিব্যক্তি। মুখে গোলাপের ডাঁটা, এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। তিনি গুলি ছুড়ছেন মৃত বাঘটিকে লক্ষ্য করে। ক্যামেরা ধীরে ধীরে ওপরে উঠতেই দেখা যায়- ধবধবে সাদা একটি ঘর, যার মেঝে জুড়ে ছোপ ছোপ রক্ত। এক শটেই ‘রাক্ষস’-এর ভয়ংকর আবহ স্পষ্ট হয়ে ওঠে।

এই দৃশ্য দেখার পর দর্শকের বুঝতে বাকি থাকে না মেহেদী হাসান হৃদয় এবারও ভায়োলেন্সের সীমা ভাঙতে প্রস্তুত। সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনয় করছেন, তিনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি শোনা যাচ্ছে, ছবিতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন সাবিলা নূর।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, প্রায় নয় মাস আগে থেকেই ‘রাক্ষস’-এর প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। এই সময়ের মধ্যে ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ করে আবার নতুন করে ‘রাক্ষস’-এ যুক্ত হন।

ভায়োলেন্স প্রসঙ্গে সিয়াম বলেন, ‘ভালোবাসার কারণে একজন মানুষ কতটা ভায়োলেন্স হতে পারে, সেটাই এই সিনেমায় দেখানো হবে। দর্শক বিরক্ত হবে না, বরং পুরোপুরি বিনোদিত হবে।’

লুকের শুরুতেই বাঘ হত্যার দৃশ্য নিয়ে প্রশ্ন উঠলে পরিচালক মেহেদী হাসান হৃদয় সংক্ষেপে বলেন, ‘কেন বাঘ— এই প্রশ্নের উত্তর সিনেমা দেখলেই পরিষ্কার হবে।’

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিয়াম আহমেদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর