Logo

বিনোদন

একইদিনে দেশের পর্দায় মুক্তি পেল ‘অ্যাভাটার’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯

একইদিনে দেশের পর্দায় মুক্তি পেল ‘অ্যাভাটার’

জেমস ক্যামেরনের প্রখ্যাত কল্পবিজ্ঞান সিনেমা সিরিজ ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। বিশ্বের সঙ্গে সিনেমাটি একইদিনে মুক্তি পেয়েছে দেশের স্টার সিনেপ্লেক্সেও।  

২০০৯ সালে প্রথম কিস্তি মুক্তির পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা ‘অ্যাভাটার’, তার সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালে দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-ও প্রায় ২.৩ বিলিয়ন ডলার আয় করেছিল। এবার নতুন কিস্তিতেও ক্যামেরনের ভিজ্যুয়াল জাদু দর্শককে মুগ্ধ করেছে।

সিনেমার কাহিনির কেন্দ্রে রয়েছে সুলি পরিবার, যেখানে নতুন বিপদ ও ‘আগুন উপজাতি’র আবির্ভাব নতুন উত্তেজনা যোগ করেছে। সমালোচকরা বলেছেন, এটি সিনেমা হলে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা।

সাইমন ফ্র্যাংলেনের ৭ বছর ধরে তৈরি করা ১,৯০৭ পাতার অর্কেস্ট্রা স্কোর ও নতুন বাদ্যযন্ত্র সিনেমার সংগীতকেও করেছে বিশেষ। জেমস ক্যামেরন জানিয়েছেন, বক্স অফিসের সাফল্যই নির্ধারণ করবে ‘অ্যাভাটার’ সিরিজের ভবিষ্যৎ।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্টার সিনেপ্লেক্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর