Logo

বিনোদন

চট্টগ্রামের মঞ্চ থেকে পর্দায় : খোরশেদুল আলমের অভিনয়যাত্রা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

চট্টগ্রামের মঞ্চ থেকে পর্দায় : খোরশেদুল আলমের অভিনয়যাত্রা

খোরশেদুল আলম— চট্টগ্রামের থিয়েটার অঙ্গনের পরিচিত একটি নাম। অভিনয় যার স্বপ্ন, আর মানুষ যার জীবনের মূল প্রেরণা। থিয়েটার দিয়ে শুরু হলেও তিনি নিজেকে শুধু মঞ্চেই সীমাবদ্ধ রাখেননি; ধীরে ধীরে টেলিভিশন নাটক ও শর্ট ফিল্মে নিজের অবস্থান তৈরি করছেন।

মানবতার ফেরিওয়ালা হিসেবেই অনেকেই তাকে চেনেন। অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো খোরশেদুল আলমের জীবনের অন্যতম লক্ষ্য। এই মানবিক দৃষ্টিভঙ্গি তার অভিনয়েও প্রতিফলিত হয়— প্রতিটি চরিত্র তিনি মন দিয়ে অনুভব করে পর্দায় তুলে ধরার চেষ্টা করেন।

এরই মধ্যে তিনি ‘নিষ্পাপ’, ‘তুমি আমার কে’, ‘আলো’, ‘মানুষ না মানুষ’সহ বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি একক নাটক ও শর্ট ফিল্মেও তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। ভিন্ন ভিন্ন চরিত্রে সাবলীল অভিনয় তার সবচেয়ে বড় শক্তি।


অভিনয়ের প্রতি একাগ্রতা, পরিশ্রম আর মানবিক চেতনার মিশেলে খোরশেদুল আলম ধীরে ধীরে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে তুলে ধরছেন। দর্শক খুব শিগগিরই তাকে আরও বড় পরিসরে, আরও শক্তিশালী চরিত্রে দেখতে পাবেন— এমনটাই প্রত্যাশা।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর