Logo

বিনোদন

নতুন প্রেমিকা খুঁজছেন টম ক্রুজ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

নতুন প্রেমিকা খুঁজছেন টম ক্রুজ!

বিয়ের কথা পর্যন্ত এগোলেও শেষ পর্যন্ত আর একসঙ্গে থাকা হলো না হলিউড সুপারস্টার টম ক্রুজ ও অভিনেত্রী আনা দে আরমাসের। সম্পর্ক ভাঙার পর থেকেই আলোচনায় ‘মিশন ইম্পসিবল’ খ্যাত এই অভিনেতার ব্যক্তিজীবন। আর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে— টম নাকি আবার নতুন সম্পর্কের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, প্রায় নয় মাসের সম্পর্কের পর টম ও আনার মাঝে দূরত্ব তৈরি হয়। বয়সের বড় ব্যবধান এবং টমের অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব আনার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল বলেই দাবি করা হচ্ছে। শেষ পর্যন্ত সেই কারণগুলোই বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছাতে প্রভাব ফেলেছে।

বিচ্ছেদের পর শুরুতে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন টম ক্রুজ। তবে তার কাছের মানুষদের ভাষায়, তিনি এমন কেউ নন যিনি দীর্ঘদিন হতাশায় ডুবে থাকেন। বরং পরিস্থিতি সামলে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করতেই বেশি বিশ্বাসী।

সূত্র আরও জানাচ্ছে, এখন টম নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। এমনকি বন্ধুদের কাছেও নাকি তিনি স্পষ্ট করে জানিয়েছেন— কেউ উপযুক্ত মনে হলে পরিচয় করিয়ে দিতে পারেন। এই প্রসঙ্গে হলিউড অঙ্গনে কানাঘুষাও শুরু হয়ে গেছে।

গুঞ্জন অনুযায়ী, টমের সম্ভাব্য আগ্রহের তালিকায় রয়েছেন ডেমি মুর, অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার লোপেজের মতো তারকারা। পাশাপাশি শার্লিজ থেরনের নামও উঠে এসেছে, যার সঙ্গে যোগাযোগের ব্যাপারে নাকি ভাবনাচিন্তাও শুরু করেছেন তিনি।

সব মিলিয়ে, আনা দে আরমাসের সঙ্গে সম্পর্ক ভাঙার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন প্রেমের গুঞ্জনে টম ক্রুজ। হলিউডে তার ব্যক্তিজীবন ঘিরে কৌতূহল যে আরও বাড়বে, তা বলাই যায়।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হলিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর