Logo

বিনোদন

হাদির জন্য অনেক কেঁদেছেন চিত্রনায়িকা শিরিন শিলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪

হাদির জন্য অনেক কেঁদেছেন চিত্রনায়িকা শিরিন শিলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। আবেগ ধরে রাখতে না পেরে তিনি জানিয়েছেন, জীবনে আর কখনো কারও জন্য এভাবে কাঁদেননি তিনি— যেমনটা কেঁদেছেন হাদির জন্য।

হাদির অকাল প্রয়াণে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শিরিন শিলা বলেন, তার ভেতরে যেন এক অসম্ভব যন্ত্রণা কাজ করছে। অভিনেত্রীর ভাষায়, এই শোক তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। শুরুতে হাদিকে খুব কাছ থেকে না চিনলেও, গুলিবিদ্ধ হওয়ার খবর জানার পর তার জীবন ও কাজ নিয়ে খোঁজ নিতে শুরু করেন তিনি।

শিরিন শিলা জানান, হাদির কবিতা, বক্তব্য আর চিন্তাধারায় তিনি এক ধরনের বিপ্লবী চেতনা খুঁজে পেয়েছেন। প্রতিটি কথার মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা স্পষ্ট ছিল বলে মন্তব্য করেন অভিনেত্রী। সেই মুহূর্ত থেকেই তিনি হাদির আদর্শ ও ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং একে একে তার সব লেখা ও সাক্ষাৎকার দেখেছেন বলে জানান।

প্রয়াত এই ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে শহীদের মর্যাদায় স্মরণ করে শিরিন শিলা বলেন, তিনি নীরবে কেঁদেছেন এবং মন থেকে দোয়া করেছেন যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। পাশাপাশি তিনি হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

অভিনেত্রীর কথায়, যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা যেন এই দুনিয়াতেই তাদের কৃতকর্মের শাস্তি পায়— এই প্রার্থনাই তিনি আল্লাহর কাছে করেছেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর