Logo

বিনোদন

শাহরুখকে নয়, মা গৌরিকে প্রথম পুরস্কার উৎসর্গ করলেন আরিয়ান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০

শাহরুখকে নয়, মা গৌরিকে প্রথম পুরস্কার উৎসর্গ করলেন আরিয়ান

নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেই নজির গড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সদ্য আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বছরের সেরা নবাগত পরিচালক হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে মঞ্চে উঠে আবেগ, কৃতজ্ঞতা আর হালকা রসিকতায় ভরিয়ে দেন পুরো মুহূর্তটি।

বক্তব্যের শুরুতে বাবার প্রসঙ্গ এলেও শেষ পর্যন্ত পুরস্কারটি উৎসর্গ করেন নিজের মা গৌরী খানকে। হাসিমুখে আরিয়ান বলেন, বাবার মতো তিনিও পুরস্কার পেতে ভালোবাসেন। তবে প্রথম সম্মানটি তিনি মায়ের জন্যই রাখতে চান।

মঞ্চে দাঁড়িয়ে তিনি আরও জানান, ছোটবেলা থেকেই মায়ের দেওয়া কিছু সাধারণ উপদেশ— সময়মতো ঘুমানো, কাউকে খারাপ কথা না বলা— তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। সেই মূল্যবোধগুলোই নিজের প্রথম পরিচালনায় কাজে লাগানোর চেষ্টা করেছেন বলে জানান আরিয়ান। এরপর রসিক ভঙ্গিতে যোগ করেন, এই পুরস্কারের সুবাদে হয়তো আজ বাড়ি ফিরে একটু কম বকুনি খাবেন— এই মন্তব্যে পুরো হলজুড়ে ছড়িয়ে পড়ে হাসির রোল।

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। মুক্তির পরপরই দর্শকদের দৃষ্টি কাড়ে সিরিজটি। মাত্র দুই সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী অ-ইংরেজি সিরিজের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয় এটি। পাশাপাশি ১৪টি দেশে ট্রেন্ডিংয়ে উঠে আসে এবং ৯টি দেশে শীর্ষস্থানে পৌঁছে আরিয়ানের পরিচালনা-যাত্রাকে এনে দেয় শক্ত ভিত ও আত্মবিশ্বাসের বড় প্রমাণ।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহরুখ খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর