Logo

বিনোদন

ভাঙনের বহু বছর পর বিয়ে বিচ্ছেদের খবর জানালেন বিন্দু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৪২

ভাঙনের বহু বছর পর বিয়ে বিচ্ছেদের খবর জানালেন বিন্দু

বিয়ের প্রায় এক দশক পর নিজের দাম্পত্য জীবনের কঠিন সত্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে প্রথমবারের মতো তিনি জানান, তার সংসার আর টিকে নেই— বিচ্ছেদ হয়েছে বেশ আগেই।

আলাপচারিতায় বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন উঠতেই বিন্দু স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, আমার ডিভোর্স হয়েছে।’ কবে সেই বিচ্ছেদ— এমন প্রশ্নে তিনি জানান, আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে ২০২২ সালে। যদিও তার অনেক আগেই এই সম্পর্ক কার্যত ভেঙে গিয়েছিল।

অভিনেত্রী বলেন, ‘আমি কখনো বিষয়টা প্রকাশ্যে আনিনি। তাই অনেকেই এখনও মনে করেন আমি বিবাহিত। বাস্তবতা হলো— আমি এখন বিবাহিত নই। আমার সংসারের যাত্রাটা খুব দীর্ঘ ছিল না, মাঝখানে বড় একটা বিচ্ছেদ ছিল।’

কথোপকথনের এক পর্যায়ে বিন্দু জানান, ২০১৭ সাল থেকেই তারা আলাদা থাকছিলেন। কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত— এমন প্রশ্নে তিনি খুব সংযত ভাষায় বলেন, ‘সব বিচ্ছেদের পেছনে বিশাল কোনো ঘটনা থাকে না। কখনো কখনো ছোট ছোট বিষয়ই বড় দূরত্ব তৈরি করে দেয়।’

বিন্দুকে সবশেষে দেখা গেছে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ, যেখানে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর