Logo

বিনোদন

রিয়াজের মৃত্যুর গুঞ্জন! ঘনিষ্ঠরা যা জানাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

রিয়াজের মৃত্যুর গুঞ্জন! ঘনিষ্ঠরা যা জানাল

হঠাৎ করেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। মুহূর্তের মধ্যেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। সমিতির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, রিয়াজের মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক তথ্য নেই।

গুঞ্জন যাচাই করতে রিয়াজের ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ‘এমন খবর হওয়ার কোনো কারণ নেই। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। সত্যি হলে এতক্ষণে বিষয়টি বড় আকার নিত।’

প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই আড়ালে চলে যান রিয়াজ। তার বর্তমান অবস্থান নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। শিল্পী সমিতির কেউই নিশ্চিত করে বলতে পারছেন না তিনি কোথায় আছেন। সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে, তিনি নাকি ভারতে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে বলছেন, তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন। এদিকে, তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বর্তমানে বন্ধ।

শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন রিয়াজ। বিভিন্ন সময়ে তাকে শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও দেখা গেছে, যা তাকে রাজনৈতিকভাবে আলোচিত করে তোলে।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে টানা দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করেছেন রিয়াজ। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করে একের পর এক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায় ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে নতুন কোনো কাজে তাকে আর দেখা যায়নি।

সব মিলিয়ে, রিয়াজের মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়েছে, তা এখন পর্যন্ত গুজবই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশাই রয়ে গেল।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢালিউড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর