অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছিল ভারতীয় সিনেমা ‘হোমবাউন্ড’। কিন্তু সেই সাফল্যের উচ্ছ্বাস ম্লান হতে না হতেই ছবিটি জড়িয়ে পড়েছে গুরুতর আইনি বিতর্কে। ছবির গল্প নকলের অভিযোগে বলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা।
নীরজ ঘাওয়ান পরিচালিত এই সিনেমার কাহিনি নিয়ে প্রশ্ন তুলেছেন পূজা। তার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে অনুমতি বা কৃতিত্ব না দিয়েই সিনেমাটির গল্প, চরিত্র ও প্রেক্ষাপট ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ছবির দ্বিতীয় ভাগের ঘটনাপ্রবাহের সঙ্গে নিজের লেখার মিল দেখে তিনি বিস্মিত হয়েছেন বলে জানান।
লেখিকার ভাষ্য অনুযায়ী, করোনা মহামারির সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, যন্ত্রণাময় বাস্তবতা ও সংগ্রামের গল্প নিয়েই তিনি উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তার মনে হয়েছে, কেবল ভাবনার মিল নয়— বরং অনেক জায়গায় কাহিনির কাঠামো ও চরিত্র নির্মাণ প্রায় একই রকম।
এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠান পূজা ছাঙ্গোইওয়ালা। নোটিশে বলা হয়, তার সৃজনশীল কাজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে, যা সরাসরি মেধাস্বত্ব আইনের লঙ্ঘন।
এদিকে অভিযোগের বিষয়ে এখনো করণ জোহরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, আইনি নোটিশ পাওয়ার পর বিষয়টি আইনজীবীদের মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, আন্তর্জাতিক স্বীকৃতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ‘হোমবাউন্ড’ এখন গল্প চুরির অভিযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে। এই আইনি লড়াইয়ের পরিণতি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।
এসএসকে/

