সাত বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সম্প্রতি তাঁর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন। এরপর গণমাধ্যমের কাছে নিজেও আলাদা হওয়ার খবর নিশ্চিত করেন এই গায়িকা।
সালমা জানান, বিচ্ছেদটি নতুন নয়। প্রায় এক মাস আগেই তাঁদের আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। ২৯ নভেম্বর এই সিদ্ধান্ত কার্যকর হয়। এ নিয়ে এখন আর কোনো মন্তব্য করতে চাই না।’
ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান বলে জানান শিল্পী। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সালমার স্পষ্ট কথা, এখন তাঁর পুরো মনোযোগ গানকে ঘিরেই। তিনি বলেন, ‘এই মুহূর্তে শুধু গানেই নিজেকে ব্যস্ত রাখতে চাই। ভালো ভালো গান গাইতে চাই, অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।’
অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগর তাঁর ফেসবুক পোস্টে বিচ্ছেদের কারণ হিসেবে পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, দু’জনের সম্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, ‘ক্লোজ-আপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া সালমা এর আগেও ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ২০১১ সালে প্রথম বিয়ে হলেও সেই সংসারের ইতি ঘটে ২০১৬ সালে। দ্বিতীয়বার সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে সংসার বাঁধলেও শেষ পর্যন্ত সেটিও স্থায়ী হলো না।
এসএসকে/

