Logo

বিনোদন

পড়ে গিয়ে আহত, মাথায় ২৭ সেলাই

স্ট্রোকের ধাক্কা কাটিয়ে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী তৌসিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১৬:২১

স্ট্রোকের ধাক্কা কাটিয়ে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী তৌসিফ

নিজ বাসায় হঠাৎ অচেতন হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৯ ডিসেম্বরের সেই ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত লাগে তার, যার ফলে ব্যাপক রক্তক্ষরণ হয় এবং মাথায় দিতে হয় ২৭টি সেলাই। চিকিৎসকদের পরীক্ষার পর জানা যায়, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

ঘটনার পর প্রথমে ধানমণ্ডির সিটি হাসপাতালে এবং পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় এই শিল্পীকে। টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।

নিজের অসুস্থতার কথা জানিয়ে তৌসিফ আহমেদ বলেন, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি গুরুতর আঘাত পান। বর্তমানে আগের তুলনায় কিছুটা ভালো অনুভব করছেন, তবে এখনো একাধিক পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই শিল্পী। ২০২২ সালের এপ্রিলে তিনি প্রথমবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। চিকিৎসকের পরামর্শে তখন থেকেই বিশ্রামে ছিলেন। সাম্প্রতিক স্ট্রোকের ঘটনায় আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংগীতে ফেরার দৃঢ় ইচ্ছার কথা জানান তৌসিফ আহমেদ। তার ভাষায়, গান ছাড়া তিনি নিজেকে কল্পনাই করতে পারেন না। সুস্থ হয়ে আবারও নিয়মিতভাবে সংগীতজগতে ফিরতে চান তিনি।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী শুধু গায়কই নন—গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও তার দীর্ঘ পথচলা রয়েছে। ২০০৭ সালে প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’-এর মাধ্যমে অডিও জগতে নিজের অবস্থান পোক্ত করেন তিনি।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর