Logo

বিনোদন

প্রথমবারের মতো অভিনয়ে আসছেন এ আর রহমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫

প্রথমবারের মতো অভিনয়ে আসছেন এ আর রহমান

নতুন বছরের শুরুতেই অভিনয় জগতে চমক দিতে যাচ্ছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। ‘মুনওয়াক’ নামের আসন্ন সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো রুপালি পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। দীর্ঘদিন সংগীতের জাদুতে দর্শক মাতালেও এবার সেই পরিচয়ের বাইরে গিয়ে একেবারে নতুন রূপে ধরা দিতে যাচ্ছেন এই কিংবদন্তি শিল্পী।

বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। জানা গেছে, অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে পাঁচটি গানেও কণ্ঠ দিয়েছেন এ আর রহমান। ছবিতে ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’ খ্যাত প্রভু দেবার উপস্থিতি থাকায় নাচের দৃশ্যগুলো যে বিশেষ আকর্ষণ হবে, তা নিয়ে নির্মাতারা বেশ আশাবাদী।

গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, একেবারে ভিন্ন এক অবতারে দেখা যাবে এ আর রহমানকে। ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে সেই গুঞ্জনই এবার বাস্তবে রূপ নিল। কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন মনোজ এন এস। প্রযোজনায় রয়েছে ‘বিহাইন্ড উডস প্রোডাকশন’।

পরিচালক মনোজ এন এস গণমাধ্যমকে জানান, ছবিতে এ আর রহমানকে দেখা যাবে কিছুটা ‘অ্যাংরি ইয়াংম্যান’ ধাঁচের এক পরিচালকের চরিত্রে। চরিত্রটি কাল্পনিক হলেও গল্পের গুরুত্বপূর্ণ মোড় ঘোরাবে এটি। তিনি আরও বলেন, “গানের রেকর্ডিং শেষে যখন আমি রহমান স্যারের কাছে অভিনয়ের প্রস্তাব দিই এবং চরিত্রটি ব্যাখ্যা করি, তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিংয়ের সময় তাকে খুব স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয় করতে দেখেছি।”

সব মিলিয়ে ‘মুনওয়াক’ শুধু এ আর রহমানের অভিনয় অভিষেক নয়, বরং দর্শকের জন্য অপেক্ষা করছে এক নতুন অভিজ্ঞতা— যেখানে সংগীতের জাদুর পাশাপাশি দেখা যাবে তার অভিনয়ের নতুন রূপ।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর