Logo

বিনোদন

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫০

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী

দীর্ঘ বিরতি, ভুল বোঝাবুঝি আর নানা বিতর্কের অধ্যায় পেরিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। সবকিছু ঠিক থাকলে তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের দুর্গাপূজায়— এমনটাই জানাচ্ছে ওপার বাংলার বিনোদন মহল।

২০২৫ সালে প্রায় এক দশক পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দর্শকের সামনে ফিরে এসেছিলেন দেব ও শুভশ্রী। তবে সেই ছবির মুক্তির পর প্রচারণা ঘিরে শুভশ্রীর অনুপস্থিতি এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ–পাল্টা অভিযোগে আবারও সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। ফলে ভক্তদের প্রত্যাশা পূরণ হলেও জুটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এবার সেই সব মনোমালিন্য পেছনে ফেলে নতুন করে পথচলার ইঙ্গিত মিলল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে দীর্ঘ সময় একান্তে কথা বলতে দেখা যায়। সেই দৃশ্য থেকেই নতুন করে জোরালো হয়েছে তাদের একসঙ্গে কাজ করার গুঞ্জন।

যদিও নতুন সিনেমার নাম বা বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে— এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়াল হতে পারে। ছবিটিতে প্রেম, রোম্যান্স ও অ্যাকশনের মেলবন্ধন থাকবে বলেও আভাস মিলেছে।

উল্লেখ্য, অতীতে একাধিক সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী দুজনই বলেছিলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আবারও তারা জুটি বাঁধতে আপত্তি নেই। সেই আশাতেই এতদিন অপেক্ষায় ছিলেন অনুরাগীরা— আর এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

প্রসঙ্গত, গত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি উপহার দিয়েছে ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা। ব্যক্তিগত ও পেশাগত দূরত্বের কারণে দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা না গেলেও, ফেরার এই খবরে নতুন করে উচ্ছ্বসিত দুই বাংলার দর্শক।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর