দেশে ভারতীয় টিভি সম্প্রচার বন্ধের দাবি সোহেল রানার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ২১:৩৭
আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে দেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা মন্তব্য করেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে পুরোপুরি বন্ধ রাখা উচিত।’
একই দিনে দেওয়া আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্টের কঠোর সমালোচনা করেন। সেখানে তিনি লেখেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াভিত্তিক নাটক আমাদের সমাজের পারিবারিক ও সামাজিক বন্ধনকে ভেঙে দিচ্ছে।’
উল্লেখ্য, চলতি বছরের আইপিএলের জন্য রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি এবং সেই সুযোগে মৌলবাদী হিন্দু গোষ্ঠীর চাপ ও হুমকির মুখে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ৩ জানুয়ারি মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।
‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর একই যুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলও ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয়।
এ অবস্থায় সোমবার বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার-সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠিতে দেশের টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যম কর্তৃপক্ষকে এই নির্দেশনা জানানো হয়। মুস্তাফিজ ইস্যু ঘিরে এই ঘটনা শুধু ক্রিকেট নয়, দুই দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম সম্পর্ক নিয়েও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এসএসকে/

