বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘মিথ্যে কথার শহরে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩২
বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুটুম পরিচালিত ও প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিথ্যে কথার শহরে (The City of Lie)’। রোমান্টিক সাইকোলজিক্যাল মিস্ট্রি ঘরানার এই সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি বিকাল ৫টায়, বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের ভেন্যু মধুবন সিনেপ্লেক্সে।
ভারতের কলকাতা শহরে নির্মিত এই চলচ্চিত্রটি একটি ইন্দো-বাংলা যৌথ প্রযোজনা। এতে দুই বাংলার সংস্কৃতি, আবেগ ও নগরজীবনের সূক্ষ্ম সংযোগ ফুটে উঠেছে ভিন্ন এক দৃষ্টিভঙ্গিতে।
‘মিথ্যে কথার শহরে’ গল্প আবর্তিত হয়েছে একজন বাংলাদেশি তরুণ ফটোগ্রাফারকে ঘিরে, যে ভ্রমণের টানে কলকাতায় আসে। ক্যামেরার লেন্সের মধ্য দিয়ে শহর ও মানুষের জীবন পর্যবেক্ষণ করতে করতে সে জড়িয়ে পড়ে এক রহস্যময় নারীর প্রেমে। এই প্রেম শুধু আবেগের নয়, বরং এক অনুসন্ধানের যাত্রা। মেয়েটিকে খুঁজে পাওয়ার পর ঘটে এমন কিছু অদ্ভুত ঘটনা, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়, আর দর্শক ডুবে যায় মানসিক দ্বন্দ্ব ও রহস্যের গভীরে।
চলচ্চিত্রটির অন্যতম বিশেষত্ব এর বর্ণনাভঙ্গি। পুরো গল্প বলা হয়েছে একজন ট্রাভেলারের চোখ দিয়ে, যেখানে কলকাতা শহর নিজেই একটি চরিত্রে রূপ নেয়। এখানে শহর কেবল একটি লোকেশন নয়; বরং স্মৃতি, আকাঙ্ক্ষা, বিভ্রম ও অজানা সত্যের এক জীবন্ত মানচিত্র।
চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জীবন রয় এবং ভারতের দীপান্বিতা ও অভিজিত রয়।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা আনন্দ কুটুম বলেন, ‘এটি শহরের ভেতর হারিয়ে যাওয়া মানুষের গল্প। এখানে প্রেম আছে, কিন্তু তা সরল নয়। রহস্য আছে, তবে তা শুধু গল্পের নয়— মানুষের মনোজগতের। বড় পর্দা, নিখুঁত সাউন্ড আর দর্শকের সম্মিলিত নিঃশ্বাসের মধ্যেই এই ছবিটি সত্যিকারের জীবন পায়।’
সমকালীন ইন্দো-বাংলা স্বাধীন চলচ্চিত্র ধারায় ‘মিথ্যে কথার শহরে’ একটি সংবেদনশীল ও ব্যতিক্রমী সংযোজন, যা দর্শককে কেবল গল্প দেখায় না, বরং অনুভবের ভেতর দিয়ে হাঁটতে শেখায়।
এসএসকে/

