Logo

বিনোদন

৩৫ বছরের বন্ধন ছিন্ন করে ইন্দোনেশিয়া থেকে বিদায় নিল ‘ডোরেমন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

৩৫ বছরের বন্ধন ছিন্ন করে ইন্দোনেশিয়া থেকে বিদায় নিল ‘ডোরেমন’

ইন্দোনেশিয়ার কোটি কোটি দর্শকের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির শীর্ষ টেলিভিশন চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন (RCTI)। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দীর্ঘদিনের এই সিদ্ধান্তে ইন্দোনেশিয়ার ভক্তদের মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া।

জাপানের কিংবদন্তি মাঙ্গাকা ফুজিকো এফ. ফুজিও ১৯৬৯ সালে প্রথম সৃষ্টি করেন শিশুতোষ কার্টুন ‘ডোরেমন’। নীল রঙের রোবট বিড়াল ডোরেমন, তার বন্ধু নোবিতা এবং তাদের সঙ্গীদের ঘিরেই আবর্তিত এই গল্পে শিশুদের ভুল-ত্রুটি, বন্ধুত্ব, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের নানা শিক্ষা তুলে ধরা হয়।

শুরুর দিকে জাপানে জনপ্রিয়তা পেলেও নব্বইয়ের দশক থেকে বিশ্বজুড়ে ডোরেমনের জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় থেকেই ইন্দোনেশিয়ায় RCTI চ্যানেলে নিয়মিত সম্প্রচার শুরু হয় এই কার্টুনের। ১৯৯০ সাল থেকে টানা ৩৫ বছর ধরে ইন্দোনেশিয়ার টেলিভিশন পর্দায় ছিল ডোরেমনের দাপট।

তবে চলতি বছরের শুরুতেই চ্যানেলটির সম্প্রচার সূচি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে ‘ডোরেমন’। বর্তমানে RCTI-এর শিডিউলে কোথাও নেই এই জনপ্রিয় কার্টুনটি। ফলে ইন্দোনেশিয়ার বহু মানুষের শৈশবের সোনালি স্মৃতির একটি বড় অংশ যেন হঠাৎ করেই হারিয়ে গেল।

ডোরেমন বন্ধের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই স্মৃতিচারণ করছেন তাদের ছোটবেলার দিনগুলোর কথা, আবার কেউ কেউ হতাশা প্রকাশ করছেন প্রিয় কার্টুনটি আর টিভিতে দেখতে না পাওয়ার আক্ষেপে।

তবে আশার দিক হলো— ইন্দোনেশিয়ায় সম্প্রচার বন্ধ হলেও বিশ্ব থেকে হারিয়ে যায়নি ডোরেমন। জাপানে এখনো নিয়মিত নতুন এপিসোড নির্মিত হচ্ছে। জাপানের টিভি আসাহি চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে ডোরেমনের নতুন পর্বগুলো, আর নির্মাতাদের পক্ষ থেকেও কার্টুনটি বন্ধ করার কোনো পরিকল্পনার কথা জানানো হয়নি। অর্থাৎ, ইন্দোনেশিয়ার পর্দা থেকে বিদায় নিলেও বিশ্বের নানা দেশে আজও সমান জনপ্রিয়তায় রাজত্ব করে চলেছে ডোরেমন।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর