Logo

বিনোদন

সেন্সর জটিলতায় থমকে গেল থালাপাতি বিজয়ের ‘জন নায়ক’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:১৭

সেন্সর জটিলতায় থমকে গেল থালাপাতি বিজয়ের ‘জন নায়ক’

তামিল সুপারস্টার থালাপাতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়ক’ ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। পঙ্গলের আগমুহূর্তে, ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সেন্সর জটিলতায় তা পিছিয়ে যায়। ফলে প্রশ্ন উঠেছে— নতুন তারিখে মুক্তি পেলে কি প্রত্যাশিত বক্স অফিস ঝড় তুলতে পারবে বিজয়ের এই ছবি?

দক্ষিণ ভারতে পঙ্গল মানেই সিনেমার সবচেয়ে বড় মৌসুম। ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা ছুটির কারণে এই সময়ে মুক্তি পাওয়া ছবিগুলো সাধারণত রেকর্ড ব্যবসা করে। চলতি বছর পঙ্গলকে কেন্দ্র করে মুখোমুখি হওয়ার কথা ছিল বিজয়ের ‘জন নায়ক’ ও শিবকার্তিকেয়নের ‘পরাশক্তি’। রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ গল্পের কারণে দু’টি ছবিই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে দুটিই সেন্সর বোর্ডের আপত্তিতে আটকে যায়। যদিও শোনা যাচ্ছে, পরিচালক সুদা কঙ্গনার ‘পরাশক্তি’ ১০ জানুয়ারি মুক্তি পেতে পারে, কিন্তু ‘জন নায়ক’-এর ভাগ্য এখনও ঝুলে আছে।

সেন্সর বোর্ড ছবিটির সার্টিফিকেট আটকে রেখে নতুন করে রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ৯ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। এই অনিশ্চয়তার কারণেই ৯ জানুয়ারির মুক্তি বাতিল করতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস।

এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কারণ, রাজনীতিতে পুরোপুরি নামার আগে এটিকেই বিজয়ের শেষ সিনেমা বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুর নির্বাচনের আগে নিজের দল ‘তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে)’–এর আত্মপ্রকাশের আবহেই আসছিল ‘জন নায়ক’। সেই কারণেই পঙ্গলের দীর্ঘ ছুটিকে টার্গেট করে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের।

মুক্তি পিছিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছেন প্রযোজকরা। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অগ্রিম টিকিট কাটা দর্শকদের টাকা ফেরত দিতে হচ্ছে। হিসাব অনুযায়ী, প্রায় ৪০ কোটি টাকা ফেরত দিতে হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্রেই অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল প্রায় ১০ লাখ ডলার। মালয়েশিয়ায় প্রথম দিনের জন্য বিক্রি হয় প্রায় এক লাখ টিকিট। ভারতে প্রি-সেল থেকেই উঠে আসে প্রায় ৭.৭ কোটি রুপি।

প্রযোজক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ব্যক্তিত্ব জি ধনঞ্জয়ন জানান, ‘জন নায়ক’-এর মতো বড় বাজেটের ছবি পিছিয়ে গেলে প্রযোজকদের ওপর ভয়াবহ চাপ পড়ে। তামিলনাড়ু, কেরালা ও বিদেশি বাজারের স্বত্ব আগেই ন্যূনতম গ্যারান্টিতে বিক্রি করা হয়েছে। শুধু এই তিন জায়গা থেকেই প্রায় ১৯৩ কোটি টাকার চুক্তি হয়েছে, যা পঙ্গলের আট দিনের ছুটিকে মাথায় রেখেই নির্ধারিত ছিল। এখন সেই সুবিধা আর থাকছে না।

তার মতে, পরে মুক্তি পেলে পরিবেশকরা অগ্রিম অর্থ ভবিষ্যৎ আয়ের সঙ্গে সমন্বয় করতে চাইতে পারেন। কিন্তু প্রত্যাশিত আয় না হলে সেই টাকা ফেরত চাওয়ার ঝুঁকিও তৈরি হবে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন— কবে মুক্তি পাবে ‘জন নায়ক’? জানুয়ারিতে বড় তারকা-নির্ভর আর কোনো তামিল ছবির মুক্তি না থাকলেও সেন্সর জটিলতা ও আদালতের ছুটির কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তি পাওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্ভাব্য তারিখ হিসেবে ২৩ জানুয়ারির কথা শোনা যাচ্ছে, কারণ ওই সময় ২৬ জানুয়ারির ছুটি মিলিয়ে চার দিনের লম্বা উইকএন্ড পাওয়া যাবে। তবে সেটি পঙ্গলের আট দিনের ছুটির তুলনায় অনেকটাই কম।

বিশেষজ্ঞদের ধারণা, মুক্তি দেরি হলেও প্রথম দিনের আয় নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। বিজয়ের শেষ ছবি হিসেবে ‘জন নায়ক’ প্রথম দিনেই প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করতে পারে। তবে পঙ্গলে মুক্তি পেলে যে বাড়তি সুবিধা মিলত, সেই সুযোগ আর পাওয়া যাবে না— বিশেষ করে বিদেশের বাজারে।

সব মিলিয়ে, আপাতত হতাশ বিজয় ভক্তরা। তবে একথা নিশ্চিত— যেদিনই ‘জন নায়ক’ মুক্তি পাক, থালাপাতি বিজয়ের ছবিকে ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামবেই। এখন অপেক্ষা শুধু আদালতের রায় আর সেন্সর বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের।

এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর