Logo

বিনোদন

শাকিব-অপু জুটি কি ফিরছে? যে ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ২১:৩৭

শাকিব-অপু জুটি কি ফিরছে? যে ইঙ্গিত দিলেন অপু বিশ্বাস

প্রায় দুই বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবেই উঠে আসে শাকিব খান প্রসঙ্গ। সেই আলোচনায় আবারও আলোড়ন তুলেছেন এই অভিনেত্রী— ভক্তদের বহুদিনের অপেক্ষায় থাকা শাকিব-অপু জুটি কি তবে ফিরছে?

ঢালিউডে শাকিব খান ও অপু বিশ্বাসের জুটি একসময় ছিল বক্স অফিসের সবচেয়ে বড় ভরসা। একসঙ্গে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করে তারা দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে দীর্ঘদিন তাদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ফলে এই জনপ্রিয় জুটির ফেরার অপেক্ষায় আছেন অসংখ্য ভক্ত।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি আবার কাজে ফিরেছি, দর্শক ও ইন্ডাস্ট্রির সবার সহযোগিতা পাচ্ছি। যদি কোনো হৃদয়বান প্রযোজক বিষয়টা গুরুত্ব দিয়ে এগিয়ে আসেন, তাহলে দর্শকদের সেই চাওয়া পূরণ হতেই পারে।’

শাকিবের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন অপু। তিনি জানান, ‘আমি আর শাকিব মোট ৭২টি সিনেমায় কাজ করেছি। প্রযোজক ও পরিচালকদের আস্থার কারণেই এতগুলো সিনেমা সম্ভব হয়েছে।’

এদিকে নিজের কামব্যাক সিনেমা ‘দুর্বার’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত এই থ্রিলারধর্মী ছবির ফার্স্ট লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পোস্টারে অপুর রক্তমাখা মুখ আর রহস্যময় দৃষ্টিতে একেবারেই নতুন এক রূপে ধরা দিয়েছেন তিনি, যা দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

ছবির গল্প সম্পর্কে জানতে চাইলে অপু রহস্য বজায় রেখে বলেন, ‘এই মুহূর্তে সেটা আমার কাছেও অজানা। সিনেমা হলে গিয়ে দর্শকরাই সব আবিষ্কার করবেন।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘দুর্বার’–এর শুটিংয়ের প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের কোনো বড় উৎসবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাকিব খান অপু বিশ্বাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর